আগামি ০৬ই ডিসেম্বর মহেশখালী আসবেন আল্লামা সাইফুল আজম বাবর আজহারী


মহেশখালী উপজেলার বড় মহেশখালী ইউনিয়নের মধুয়ারডেইল কবরস্থান সংলগ্ন মাঠে আহলে সুন্নাত যুব পরিষদ বড় মহেশখালী ইউনিয়ন শাখা ও ইসলাম ডেকোরেটার্স মালিক কর্মচারীদের যৌথ ব্যবস্থাপনায় অনুষ্টিত ঈদে মিলাদুন্নবী (দঃ) মাহফিল ও আলা হযরত কনফারেন্সে।

উক্ত মাহফিলে প্রধান বক্তার গুরুত্বপূর্ণ নসিহত পেশ করবেন যুক্তরাষ্ট্রের নর্থ ব্রস্কস ইসলামীক সেন্টার এন্ড ইসলামীক ইস্কুলের খতীব ও পরিচালক, ইসলামিক স্কলার আল্লামা সাইফুল আজম বাবর আজহারী৷

মাহফিল উদ্ভোধক হিসেবে উপস্থিত থাকবেন মধুয়ারডেইল সরকারী প্রাথমিক বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি ও আহলে সুন্নাত যুব পরিষদ মহেশখালী উপজেলার আহবায়ক জনাব মুহাম্মদ মুনির উদ্দিন, প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন বিশিষ্ট সমাজ সেবক ও রাজনীতিবিদ জনাব আ.স.ম জাহেদুল হক নাহিদ, সভাপতির আসন অলংকৃত করবেন, মহেশখালী ডিগ্রী কলেজের প্রভাষক জনাব ওয়াকার উদ্দিন৷

0/একটি মন্তব্য / মন্তব্য পোস্ট করুন