জাইদার নেতৃত্বে কক্সবাজারে বৈশ্বিক জলবায়ু ধর্মঘট, এনডিসি ৩.০-তে জলবায়ু শিক্ষা যুক্ত করার দাবি।






জাইদার নেতৃত্বে কক্সবাজারে শতাধিক যুবকের বৈশ্বিক জলবায়ু ধর্মঘট, এনডিসি ৩.০-তে জলবায়ু শিক্ষা যুক্ত করার দাবি।

কক্সবাজার, ১১ এপ্রিল ২০২৫ — ইয়ুথ অ্যাকশন ফর জাস্টিস এন্ড ডেভেলপমেন্ট (JYDA)-র নেতৃত্বে কক্সবাজার জেলায় শতাধিক যুবক Fridays for Future গ্লোবাল ক্লাইমেট স্ট্রাইকের অংশ হয়ে রাস্তায় নেমে আসেন। এই আন্দোলনের মূল বার্তা ছিল: “আমাদের ভবিষ্যৎ বিক্রি করবেন না” এবং “এনডিসি ৩.০-তে জলবায়ু শিক্ষা চাই।”

JYDA ও স্থানীয় ৪টি যুব সংগঠনের আয়োজনে উক্ত স্ট্রাইকে সহযোগীতায় ছিলো Bangladesh 2025, SEECTO Bangladesh, Earthday.org, Youth for NDCs, ও Save the Children in Bangladesh।

যুবরা সরকারের কাছে দাবি জানায়— জাতীয়ভাবে নির্ধারিত অবদান (NDC) ৩.০ তে জলবায়ু শিক্ষা অন্তর্ভুক্ত করা হোক এবং জীবাশ্ম জ্বালানির সম্প্রসারণ বন্ধ করা হোক। শহর থেকে উপকূল ও আদিবাসী অঞ্চলে নিয়ে কথা বলে এই আন্দোলন, যার মধ্যে ছিল র‍্যালি, গল্প বলার পর্ব, আর্টিভিজম ও সচেতনতা মূলক প্লাকার্ড প্রদর্শনী।

“কক্সবাজারসহ উপকূলের তরুণরা দেখছে, কিভাবে তাদের ঘরবাড়ি সাগরে বিলীন হয়ে যাচ্ছে। আমাদের জন্য জলবায়ু শিক্ষা বিলাসিতা নয়—এটা টিকে থাকার প্রয়োজন। যদি আমরা নিজেদের সুরক্ষা ও অভিযোজনের কৌশল না শিখি, তবে কে শিখবে? আমরা কোনোভাবেই আমাদের ভবিষ্যৎ বিক্রি হতে দিবো না।” — শাহরুখ করিম, জলবায়ু কর্মী ও JYDA-র প্রতিষ্ঠাতা

0/একটি মন্তব্য / মন্তব্য পোস্ট করুন