মহেশখালীতে বিএনপির ৪৭তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত।




জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর ৪৭তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে মহেশখালী উপজেলা বিএনপির উদ্যোগে বর্ণাঢ্য র‌্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

বুধবার, অর্থাৎ ৩রা সেপ্টেম্বর, বিকেলে গোরকঘাটা পান বাজার থেকে একটি বিশাল র‌্যালি শুরু হয়। র‌্যালিটি চৌরাস্তা মোড় প্রদক্ষিণ করার পর সেখানেই আলোচনা সভায় মিলিত হয়।

র‌্যালি ও আলোচনা সভায় সভাপতিত্ব করেন উপজেলা বিএনপির নবগঠিত আহ্বায়ক কমিটির আহ্বায়ক ও উপজেলার সাবেক চেয়ারম্যান আবু বক্কর ছিদ্দিক। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কক্সবাজার জেলা বিএনপির সহ-সাংগঠনিক সম্পাদক আতা উল্লাহ বোখারী।

আলোচনা সভায় সভাপতির বক্তব্যে আবু বক্কর ছিদ্দিক বলেন, "বিএনপির ৪৭ বছরের গৌরবময় ইতিহাস এ দেশের গণতন্ত্র পুনরুদ্ধারের সংগ্রামের ইতিহাস। শহীদ জিয়ার স্বপ্ন বাস্তবায়নে মহেশখালী বিএনপিকে ঐক্যবদ্ধ হয়ে রাজপথে ভূমিকা রাখতে হবে।"

বিশেষ অতিথি আতা উল্লাহ বোখারী বলেন, "কক্সবাজার জেলা বিএনপি ঐক্যবদ্ধভাবে আন্দোলন করছে। গণতন্ত্র পুনরুদ্ধার ও মানুষের ভোটাধিকার প্রতিষ্ঠায় মহেশখালী বিএনপি অগ্রণী ভূমিকা রাখবে বলে আমরা আশাবাদী।"

সদস্য সচিব আমিনুল হক চৌধুরী বলেন, "নবগঠিত কমিটি গঠনের পর থেকে আমরা সংগঠনকে তৃণমূলে শক্তিশালী করার কাজ করছি। জনগণের আশা-আকাঙ্ক্ষার প্রতিফলন ঘটাতেই বিএনপি প্রতিষ্ঠিত হয়েছিল।"




​যুগ্ম আহ্বায়ক এখলাছুর রহমান বলেন, "আমাদের নেতাকর্মীদের ঐক্যই আগামী আন্দোলনের মূল শক্তি। সরকারের দমন-পীড়ন উপেক্ষা করে আমরা রাজপথে থাকব।"

যুগ্ম আহ্বায়ক এনামুল হক চৌধুরী বলেন, "দেশ আজ সংকটে। জনগণ মুক্তি চায়। বিএনপি সেই মুক্তির আন্দোলনে নেতৃত্ব দিচ্ছে। মহেশখালীর মানুষ এ আন্দোলনের অগ্রভাগে থাকবে।"

এসময় মহেশখালী উপজেলা বিএনপি, পৌর বিএনপি, ইউনিয়ন বিএনপি এবং অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা আলোচনা সভায় বলেন, বিএনপির গৌরব, ঐতিহ্য ও সংগ্রামের ইতিহাস থেকে শিক্ষা নিয়ে দেশের গণতন্ত্র ও জনগণের অধিকার পুনরুদ্ধারের আন্দোলনে সবাইকে ঐক্যবদ্ধ হতে হবে। বক্তারা আরো বলেন, জনগণের ভোটাধিকার প্রতিষ্ঠা ও ন্যায়ের সমাজ গড়তে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের আদর্শকে ধারণ করে রাজপথে আন্দোলনকে বেগবান করতে হবে।

0/একটি মন্তব্য / মন্তব্য পোস্ট করুন