পানিরছড়া আদর্শ উচ্চ বিদ্যালয়ে ছাত্রীর অপহরণের প্রতিবাদে মানববন্ধন
হোয়ানক ইউনিয়নের পানিরছড়া আদর্শ উচ্চ বিদ্যালয়ে ৬ষ্ঠ শ্রেণির এক ছাত্রীকে অপহরণের ঘটনার প্রতিবাদে মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
আজ সোমবার (১১ আগস্ট ২০২৫) দুপুরে বিদ্যালয় প্রাঙ্গণে এ কর্মসূচির আয়োজন করেন শিক্ষক, শিক্ষার্থী, অভিভাবক ও স্থানীয়রা।
মানববন্ধনে বক্তারা দ্রুত অপহরণকারীদের গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান। তারা বলেন, “এ ধরনের জঘন্য অপরাধ বন্ধে কঠোর আইন প্রয়োগের পাশাপাশি সামাজিক সচেতনতা বৃদ্ধি অপরিহার্য।”
কর্মসূচিতে বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থী ছাড়াও বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশ নেন। বক্তারা হুঁশিয়াহরি দিয়ে বলেন, অপরাধীদের দ্রুত বিচারের আওতায় না আনা হলে আরও কঠোর আন্দোলনের কর্মসূচি দেওয়া হবে।
Post a Comment