মহেশখালীতে নৌবাহিনীর অভিযানে আগ্নেয়াস্ত্র ও ধারালো অস্ত্র উদ্ধার
মহেশখালীতে নৌবাহিনীর অভিযানে একটি দেশীয় আগ্নেয়াস্ত্র ও পাঁচটি ধারালো অস্ত্র উদ্ধার করা হয়েছে। বুধবার (২৭ আগস্ট) নৌবাহিনী এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানায়।
নৌবাহিনী জানায়, দেশের সার্বিক আইন-শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে দায়িত্বপূর্ণ এলাকায় তারা নিয়মিত অভিযান পরিচালনা করছে। এরই অংশ হিসেবে মঙ্গলবার (২৬ আগস্ট) দিবাগত রাতে মহেশখালীর কালারমার ছড়া ইউনিয়নের ছমিরাঘনা এলাকায় ডাকাত দলের অবস্থানের খবরে অভিযান চালানো হয়। নৌবাহিনীর উপস্থিতি টের পেয়ে ডাকাতরা পাহাড়ে পালিয়ে যায়। তবে সেখান থেকে একটি দেশীয় তৈরি ওয়ান শুটারগান পরিত্যক্ত অবস্থায় উদ্ধার করা হয়।
পরবর্তীতে নৌবাহিনী মহেশখালী পৌরসভার বরুনাঘাট এলাকায় একটি চিংড়ি ঘেরে ঝুপড়ি ঘরে অভিযান চালায়। এ সময় ওই ঘর তল্লাশি করে একটি চায়নিজ কুড়াল, তিনটি রামদা ও একটি দেশীয় ক্রিজ উদ্ধার করা হয়।স
উদ্ধারকৃত অস্ত্রসমূহ জন্য মহেশখালী থানায় হস্তান্তর করা হয়েছে বলে নৌবাহিনী জানিয়েছে।
মহেশখালী থানার অফিসার ইন-চার্জ (ওসি) মঞ্জুরুল হক জানিয়েছেন- নৌবাহিনী কর্তৃক বিভিন্ন আলামত থানায় হস্তান্তর করা হয়েছে। তবে এ বিষয়ে কোনো মামলা হয়।
Post a Comment