হোয়ানক রশিদিয়া সুন্নিয়া দাখিল মাদ্রাসা প্রাক্তন ছাত্র পরিষদের ২০২৫-২৬ সেশনের কমিটি গঠিত





ছাদেকুর রহমান, মহেশখালী:

মহেশখালী উপজেলার ঐতিহ্যবাহী দ্বীনি শিক্ষাপ্রতিষ্ঠান হোয়ানক রশিদিয়া সুন্নিয়া দাখিল মাদ্রাসার প্রাক্তন শিক্ষার্থীদের সংগঠন প্রাক্তন ছাত্র পরিষদ এর ২০২৫-২৬ সেশনের পূর্ণাঙ্গ কমিটি গঠিত হয়েছে।

গত ১১ জুন (বুধবার) সংগঠনের অস্থায়ী কার্যালয়ে অনুষ্ঠিত এক সাধারণ সভায় উপদেষ্টা পরিষদের অনুমোদনে ২৭ সদস্যবিশিষ্ট এ নতুন কমিটি ঘোষণা করা হয়। সভায় সকল স্তরের প্রাক্তন শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।

নবনির্বাচিত কমিটির সভাপতি মাওলানা আবু তাহের বলেন, “কমিটিতে নতুন কিছু মুখ যুক্ত হয়েছে এবং কিছু পুরোনো দায়িত্বশীল সদস্য এবার বাদ পড়েছেন। যারা নিঃস্বার্থভাবে দ্বীনি প্রতিষ্ঠানের জন্য কাজ করেন, তারা দায়িত্ব পেয়ে যেমন আত্মতুষ্ট হন না, তেমনি দায়িত্ব না পেলেও হতাশ হন না—এই এখলাসই একজন প্রকৃত কর্মীর পরিচয়।”

সংগঠনের অর্থ সম্পাদক খাইরুল আমিন বলেন, “সংগঠনের কাঠামো একই থাকে, তবে সময়ের পরিক্রমায় নেতৃত্ব বদলায়। একজন দায়িত্বশীলের দায়িত্ব শেষ হলে তিনি কর্মীর ভূমিকায় ফিরে যান—এটাই সুস্থ সাংগঠনিক ধারাবাহিকতা।”

সহ-সভাপতি এড. রবিউল করিম বলেন, “আমরা আশাবাদী, সবাই নিজেদের দায়িত্বকে আমানত হিসেবে দেখে নিষ্ঠা ও এখলাসের সাথে তা পালন করবেন। নবগঠিত কমিটির সকল কর্মসূচি বাস্তবায়নে সকল প্রাক্তন ভাইদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ একান্ত কাম্য।”




নবগঠিত কমিটির পূর্ণাঙ্গ তালিকা:

সভাপতি: মাওলানা আবু তাহের, সহ-সভাপতি: রহমত উল্লাহ্, এড. রবিউল করিম, ফজলুল করিম, নাজমুল হুদা, আবুল ফজল, সেলিম উল্লাহ সাধারণ সম্পাদক: নুরুল মোস্তফা, সহ-সাধারণ সম্পাদক: মাহমুদ কামাল, মোঃ মিজান, অর্থ সম্পাদক: খাইরুল আমিন সহ-অর্থ সম্পাদক: শাহাদত কবির, দিদারুল করিম সিকদার

সাংগঠনিক সম্পাদক: হেদায়ত উল্লাহ সহ-সাংগঠনিক সম্পাদক: মোঃ ইয়াছিন প্রচার ও প্রকাশনা সম্পাদক: মুহাম্মদ মোরশেদ উল্লাহ সহ-প্রচার ও প্রকাশনা সম্পাদক: নাজমুল হাছান তানভীর, মোঃ মিজান প্রবাসী কল্যাণ সম্পাদক: নাজির হোসেন সহ-কল্যাণ সম্পাদক: আবুল কাশেম, শাহাব উদ্দীন, সেলিম উদ্দিন, জাকের উল্লাহ পাঠাগার সম্পাদক: মোঃ তৌহিদুল ইসলাম সহ-পাঠাগার সম্পাদক: আয়ুব আলী, মোঃ শাহেদ ক্রীড়া ও সাংস্কৃতিক সম্পাদক: মোঃ সাহেদ সহ-ক্রীড়া ও সাংস্কৃতিক সম্পাদক: মোঃ ফয়সাল আইন বিষয়ক সম্পাদক: মোঃ ইয়াছিন সহ-আইন সম্পাদক: মোঃ জুনাইদ, মোঃ আলমগীর, মোঃ শাহজাহান ছাত্র কল্যাণ সম্পাদক: মোঃ মোস্তফাহ-ছাত্র কল্যাণ সম্পাদক: মোঃ ইয়াহিয়া

সংগঠন সূত্রে জানা যায়, কমিটির শপথ গ্রহণ অনুষ্ঠান এবং আগামী দিনের কর্মপরিকল্পনা শিগগিরই ঘোষণা করা হবে।

0/একটি মন্তব্য / মন্তব্য পোস্ট করুন