তিনবছরের স্থানে লেঃ কর্ণেল (অবঃ) ফোরকান আহমদকে কেনো দুইবছর করে দায়িত্ব দেওয়া হয়েছিলো- এ নিয়ে রুল জারি করেছে হাইকোর্ট।
কক্সবাজার উন্নয়ন কতৃপক্ষের চেয়ারম্যান নিয়োগ বিঁধিতে সদ্য সাবেক চেয়ারম্যানকে দুইবছর এবং বর্তমান নিয়োগ পাওয়া চেয়ারম্যান কে তিনবছর মেয়াদ দেওয়া টা কেন আইনের ব্যত্যয় হয়েছে মর্মে ঘোষণা করা হবেনা মর্মে রুল জারি করেছেন মহামান্য হাইকোর্ট।
আজ ককসবাজার নাগরিক ফোরাম ও আমরা ককসবাজারবাসীর পক্ষে আইনজীবি অজিয়া আক্তার মালার দায়ের করা জনস্বার্থের এক মামলায় বিচারপতি খিজির আহমদ চৌধুরী এবং বিচারপতি সরদার মো. রাশেদ জাহাঙ্গীরের অবকাশ কালীন দ্বৈত ব্যঞ্চ এই রুলনিশি জারী করেন। জনপ্রশাসন মন্ত্রণালয়ের সচিব,গণপূর্ত সচিব,আইন সচিব ও কক্সবাজারের নব নিযুক্ত চেয়ারম্যানকে চার সপ্তার মধ্যে রুলের জবাব দিতে বলা হয়েছে।
আজ ককসবাজার নাগরিক ফোরাম ও আমরা ককসবাজারবাসীর পক্ষে আইনজীবি অজিয়া আক্তার মালার দায়ের করা জনস্বার্থের এক মামলায় বিচারপতি খিজির আহমদ চৌধুরী এবং বিচারপতি সরদার মো. রাশেদ জাহাঙ্গীরের অবকাশ কালীন দ্বৈত ব্যঞ্চ এই রুলনিশি জারী করেন। জনপ্রশাসন মন্ত্রণালয়ের সচিব,গণপূর্ত সচিব,আইন সচিব ও কক্সবাজারের নব নিযুক্ত চেয়ারম্যানকে চার সপ্তার মধ্যে রুলের জবাব দিতে বলা হয়েছে।

Post a Comment