ঘটনাবলি:
• ১৮৩৩- ব্রিটেন তার উপনিবেশগুলোতে ক্রীতদাস প্রথা বাতিল করে। সেসময় ৭০ লাখ ক্রীতদাস মুক্ত হয়।
• ১৮৬৬- প্রুশিয়া এবং অষ্ট্রিয়ার মধ্যে ঐতিহাসিক প্রাগ চুক্তি স্বাক্ষরিত হয়।
• ১৮৭৫- বাংলার প্রথম অভিনেত্রী-নাট্যকার গোলাপের সুকুমারী দত্ত সাহায্যার্থে তার রচিত ‘অপূর্ব সতি’ মঞ্চস্থ হয়।
• ১৮৭৫- বাংলার প্রথম অভিনেত্রী-নাট্যকার গোলাপের সুকুমারী দত্ত সাহায্যার্থে তার রচিত ‘অপূর্ব সতি’ মঞ্চস্থ হয়।
• ১৯৬২- বাংলাদেশে প্রথম প্রাকৃতিক গ্যাসের সন্ধান পাওয়া যায়।
• ১৯৭৩- বাংলাদেশকে স্বাধীন দেশ হিসেবে স্বীকৃতি দেয় আইভরি কোস্ট।
জন্ম:
• ১৭৭৩- জার্মান দার্শনিক জ্যাকব এফ ফ্রাইস।
• ১৮৫২- ব্রিটিশ ভারতের একজন খ্যাতনামা চিকিৎসক রাধাগোবিন্দ কর।
• ১৯৭৩- বাংলাদেশকে স্বাধীন দেশ হিসেবে স্বীকৃতি দেয় আইভরি কোস্ট।
জন্ম:
• ১৭৭৩- জার্মান দার্শনিক জ্যাকব এফ ফ্রাইস।
• ১৮৫২- ব্রিটিশ ভারতের একজন খ্যাতনামা চিকিৎসক রাধাগোবিন্দ কর।
• ১৯২৩- ইংরেজ কম্পিউটার বিজ্ঞানী এডগার কড।
• ১৯৭৮- প্রখ্যাত মার্কিন বাস্কেটবল খেলোয়াড় কোবি ব্রায়ান্ট। পেনসিলভানিয়ার ফিলাডেলফিয়ায় জন্ম তার।
মৃত্যু:
• ১৮৮৬- বাঙালি শিক্ষাবিদ, সাংবাদিক এবং সমাজসেবক পণ্ডিত দ্বারকানাথ বিদ্যাভূষণ।
• ১৯৭৫- বাঙালি সাংবাদিক এবং সাহিত্যিক অমল হোম।
• ১৯৮৭- ভারতীয় বাঙালি কবি ও সাংবাদিক সমর সেন।
• ২০১৮- প্রথিতযশা প্রবীণ ভারতীয় সাংবাদিক কুলদীপ নায়ার।
দিবস:
• আন্তর্জাতিক দাসপ্রথা বিলোপ দিবস।
মৃত্যু:
• ১৮৮৬- বাঙালি শিক্ষাবিদ, সাংবাদিক এবং সমাজসেবক পণ্ডিত দ্বারকানাথ বিদ্যাভূষণ।
• ১৯৭৫- বাঙালি সাংবাদিক এবং সাহিত্যিক অমল হোম।
• ১৯৮৭- ভারতীয় বাঙালি কবি ও সাংবাদিক সমর সেন।
• ২০১৮- প্রথিতযশা প্রবীণ ভারতীয় সাংবাদিক কুলদীপ নায়ার।
দিবস:
• আন্তর্জাতিক দাসপ্রথা বিলোপ দিবস।
Post a Comment