স্বপ্নযাত্রী ফাউন্ডেশন মহেশখালী শাখার নব নির্বাচিত কার্যকরী কমিটির শপথ ও অভিষেক অনুষ্ঠান সম্পন্ন

স্বপ্নযাত্রী ফাউন্ডেশন মহেশখালী শাখার নব নির্বাচিত কার্যকরী কমিটির শপথ ও অভিষেক অনুষ্ঠান সম্পন্ন ৷
আরিফ বিন ছালেহ কে সভাপতি এবং আবুল আসাদ মোঃ তৌহিদুল ইসলামকে সাধারণ সম্পাদক করে ২৭ জন বিশিষ্ট কমিটি শপথ নেন ৷ উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন জনাব সাইফুল ইসলাম, এসিল্যান্ড মহেশখালী ৷ বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন মহেশখালী থানার ওসি তদন্ত আশিক ইকবাল , স্বপ্নযাত্রী ফাউন্ডেশন মহেশখালীর উপদেষ্টা মাহবুব রোকন,সাবেক মহেশখালী প্রেস ক্লাব সভাপতি জয়নাল আবেদিন,মহেশখালী প্রেস ক্লাবের সভাপতি আবুল বশর পারভেজ। প্রধান আলোচক ছিলেন স্বপ্নযাত্রীর কেন্দ্রীয় সাধারন সম্পাদক জাহেদুল আলম মুন্না।এছাড়া অতিথি হিসাবে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় কার্যকরী সদস্য আবিদ বিন হারুন,আনোয়ারা শাখার মনিটর ইউপি সদস্য কাজী আবু ফয়েজ,চট্টগ্রাম মহানগর শাখার সাধারন সম্পাদক শাফায়েত রায়হান সিহাব,নারায়ণগঞ্জ শাখার সাধারন সম্পাদক মেহেদি হাসান, ঈদগাঁ শাখার যুগ্ন আহবায়ক জাওয়াদ রায়হান,ইমরান,সাব্বির,ইমরানপ্রমূখ। এছাড়া স্বপ্নযাত্রী মহেশখালী শাখার কার্যকরী,সদস্য ও স্বেচ্ছাসেবীবৃন্দ উপস্থিত ছিলেন। শুভ কামনা স্বপ্নযাত্রী মহেশখালী টিম,এগিয়ে যাক স্বপ্নযাত্রী ফাউন্ডেশন

0/একটি মন্তব্য / মন্তব্য পোস্ট করুন