বিশিষ্ট কওমি শিক্ষাবিদ মাষ্টার বশির আহমেদ আর নেই
মহেশখালীর প্রখ্যাত শিক্ষাবিদ মাষ্টার বশির আহমেদ ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাহি রাজিউন)। তিনি আজ মঙ্গলবার, ১৫ এপ্রিল ২০২৫, রাত ১০টায় কক্সবাজার সদর হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।
মরহুম মাষ্টার বশির আহমেদ ছোট মহেশখালীর সিপাহির পাড়ার সন্তান। তিনি মৌলানা আবু ছৈয়দের প্রথম পুত্র এবং রশিক্কে’র নাতি ছিলেন। শিক্ষাজীবনে ও পেশাগত জীবনে তিনি ছিলেন এক নিবেদিতপ্রাণ শিক্ষক। পুটিবিলা ফাজিল মাদ্রাসা, গোরাকঘাটা আল জামেয়া ইসলামিয়া, নতুনবাজার এমদাদিয়া কাসেমুল উলুম বড় মাদ্রাসা, মরকাজুল উলুম দারুচ্ছন্নাসহ মহেশখালীর বিভিন্ন কওমি মাদ্রাসায় শিক্ষকতা করে তিনি ইসলামী শিক্ষায় অসামান্য অবদান রেখেছেন।
মৃত্যুকালে তার বয়স হয়েছিল প্রায় ষাট বছর। তিনি তিন পুত্র ও তিন কন্যাসন্তানসহ বহু গুণগ্রাহী রেখে গেছেন।
তার জানাজার নামাজ আগামীকাল ১৬ এপ্রিল ২০২৫, বুধবার বিকাল ৫টায় নিজ এলাকা সিপাহির পাড়া বুজরুগ আলি জামে মসজিদ মাঠে অনুষ্ঠিত হবে।
মরহুমের রুহের মাগফিরাত কামনায় পরিবার ও স্বজনরা সবার কাছে দোয়ার আবেদন জানিয়েছেন।
Post a Comment