লিখিত অভিযোগের ভিত্তিতে ভিকটিমকে উদ্ধারের লক্ষ্যে তৎপরতা বৃদ্ধি করে র্যাব। একপর্যায়ে অপহরণকারীর অবস্থান সনাক্ত করে ১৭ সেপ্টেম্বর কক্সবাজার সদর থানাধীন কলাতলি এলাকায় অভিযান পরিচালনা করে ভিকটিম’কে উদ্ধারসহ অপহরণকারী মোঃ সোহেল (২২) কে আটক করে র্যাব।
উদ্ধারকৃত ভিকটিমের ভাষ্যমতে জানা যায়, গ্রেফতারকৃত সোহেল ঘটনার দিন মহেশখালী থানাধীন মাতারবাড়ী এলাকা হতে তাকে নিয়ে যায় এবং কক্সবাজারের বিভিন্ন আবাসিক হোটেলে রেখে তার ইচ্ছার বিরুদ্ধে একাধিকবার জোরপূর্বক ধর্ষণ করে। এ বিষয়ে কাউকে বললে বা চিৎকার করলে প্রাণে মেরে ফেলার হুমকি দেয়।
আটক মো: সোহেল বান্দরবান জেলার আলীকদম উপজেলার আলীকদম সদর ইউনিয়নের ৪নং ওয়ার্ড উত্তর পালংপাড়ার পান বাজার এলাকার মোঃ সৈয়দ নুর এর পুত্র। জিজ্ঞাসাবাদে গ্রেফতারকৃত আসামী ঘটনার সাথে জড়িত থাকার বিষয়টি স্বীকার করে নেয়।
গতকাল ১৭ সেপ্টেম্বর রবিবার সন্ধ্যায় ভিকটিমের বোন বাদী হয়ে গ্রেফতারকৃত আসামি মোঃ সোহেলকে একমাত্র আসামি করে কক্সবাজার সদর মডেল থানায় একটি মামলা দায়ের করেন।
এ সংক্রান্তে পরবর্তী আইনগত প্রক্রিয়ার জন্য উদ্ধারকৃত ভিকটিম এবং গ্রেফতারকৃত আসামীকে কক্সবাজার সদর মডেল থানায় হস্তান্তর করা হয়েছে বলে র্যাব সূত্রে জানা যায়।
Post a Comment