সাংবাদিক তুহিন হত্যার বিচার দাবিতে মানববন্ধন






মহেশখালীতে দৈনিক প্রতিদিনের কাগজ গাজীপুরের স্টাফ রিপোর্টার সাংবাদিক তুহিন হত্যার প্রতিবাদে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে

আজ ৯ই আগস্ট (শনিবার) বিকাল ৩ টায় উপজেলা চত্বরে মহেশখালী উপজেলা প্রেসক্লাব, জাতীয় সাংবাদিক সংস্থা ও বাংলাদেশ মফস্বল সাংবাদিক ফোরামের যৌথ উদ্যোগে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।

জাতীয় সাংবাদিক সংস্থা মহেশখালী উপজেলা শাখার যুগ্ম সাধারণ সম্পাদক সাংবাদিক সাহাবুদ্দিন শিকদারের সঞ্চালনায় মহেশখালী প্রেসক্লাবের সভাপতি জয়নাল আবেদীনের সভাপতিত্বে মানববন্ধনে শুরুতে স্বাগত বক্তব্য রাখেন.. বাংলাদেশ মফস্বল সাংবাদিক ফোরামের সভাপতি জাহেদ সরওয়ার ও সাধারণ সম্পাদক ইঞ্জিনিয়ার হাফিজুর রহমান।

এতে আরও বক্তব্য রাখেন. জাতীয় সাংবাদিক সংস্থা মহেশখালী উপজেলা শাখার সভাপতি ও মহেশখালী প্রেসক্লাবের সাবেক সভাপতি আবুল বশর পারভেজ, মহেশখালী প্রেসক্লাবের সাবেক সভাপতি মাহবুব রোকন, মহেশখালী প্রেসক্লাব সহ-সভাপতি সৈয়দ মুস্তাফা আলী বিডিআর , দৈনিক জনকণ্ঠের মহেশখালী প্রতিনিধি ফারুক ইকবাল, কালবেলার মহেশখালী প্রতিনিধি রকিয়ত উল্লাহ, মহেশখালী মহেশখালী প্রেস ক্লাবের সাবেক সাধারণ সম্পাদক এম ছালাম উল্লাহ বিএ, রিপোর্টার্স ইউনিটি মহেশখালীর সভাপতি এনামুল হক, মহেশখালী প্রেসক্লাবের সাবেক সহ-সভাপতি সিরাজুল হক সিরাজ, প্রেসক্লাবের প্রচার ও দপ্তর সম্পাদক আব্দুর রশিদ, মহেশখালী প্রেস ক্লাবের সাবেক সাংগঠনিক সম্পাদক এম বশির উল্লাহ, দৈনিক সকালের সময়, যুগ্ম সাধারণ সম্পাদক ও দৈনিক আমার সংবাদ প্রতিনিধি সাংবাদিক আবু বক্কর সিদ্দিক, সাংগঠনিক সম্পাদক সাংবাদিক নূরুল করিম, দপ্তর সম্পাদক ও দৈনিক আমাদের কক্সবাজারের প্রতিনিধি সাংবাদিক মহিউদ্দিন, দৈনিক একুশে সংবাদের মহেশখালী প্রতিনিধি হামিদ হোসাইন, দৈনিক আমাদের কক্সবাজারের প্রতিনিধি মিজবাহ উদ্দিন, জাতীয় সাংবাদিক সংস্থা মহেশখালী উপজেলার সদস্য প্রতিনিধি মারুফ উদ্দিন, দৈনিক কক্সবাজার ৭১ পত্রিকার মহেশখালী প্রতিনিধি শহিদুল ইসলাম লিটন, প্যানোয়া মহেশখালী প্রতিনিধি নুরুল আবছার, সব খবরের প্রতিনিধি শেখ আব্দুল্লাহ, দৈনিক কক্সবাজার সংবাদের মহেশখালী প্রতিনিধি সালাউদ্দিন রতন প্রমূখ।

সাংবাদিকরা জানান.. দৈনিক প্রতিদিনের কাগজ পত্রিকার গাজীপুরের স্টাফ রিপোর্টার আশাদুজ্জামান তুহিনকে সংবাদ প্রকাশের জেরে নৃশংস হত্যার প্রতিবাদে এই মানববন্ধনে হত্যাকারীদের দ্রুত গ্রেপ্তার'সহ আটকৃত আসামিদের ফাঁসির দাবী জানিয়ে শোকাহত পরিবারের প্রতি সমবেদনা জ্ঞাপন করেন মরহুমের রুহের মাগাফেরাত কামনা করে মোনাজাত পরিচালনা করেন মহেশখালী থানা জামে মসজিদের ইমাম মাওলানা নুরুল আবছার।



0/একটি মন্তব্য / মন্তব্য পোস্ট করুন