বড় মহেশখালীর মৌ.আনছুর আলী পাড়ায় ইয়াবা ব্যবসায় বাধা দেওয়ায় সন্ত্রাসী হামলা।
বড় মহেশখালীর মাহারাপাড়ার ইয়াবা কারবারি বোরহান প্রকাশ বুরুইয়ে - এর নেতৃত্বে ইয়াবা রমরমা ব্যবসা চলছে বলে দীর্ঘদিন ধরে অভিযোগ আছে।
খবর নিয়ে জানা গেছে, প্রতিদিন ভোর থেকে গভীর রাত অবধি ধোপারঘাটা সংলগ্ন ধানক্ষেতকে স্পট হিসেবে বেছে নিয়েছে আলোচিত ইয়াবা ব্যবসায়ীরা। প্রতিদিন প্রকাশ্যে বিভিন্ন এলাকা থেকে মানুষজন এসে ইয়াবা, গাঁজা কিনে নিয়ে যায়। ইয়াবার গ্রাহকেরা ধোপারঘাটা ব্রিজে গাড়ি রেখে ধানক্ষেতে নেমে প্রকাশ্যে ইয়াবা কেনাবেচা করে। দিনের বেলা এলাকার মানুষের সামনে ধানক্ষেতে নেমে ইয়াবা কিনে এবং রাতের বেলায় টর্চের লাইট জ্বালিয়ে ধানক্ষেতের আইল দিয়ে হেঁটে গিয়ে ইয়াবা কিনে নিয়ে যায়।
এতে আশেপাশের মানুষেরা খুবই বিব্রত এবং এলাকার সচেতন জনগণ ক্ষোভ প্রকাশ করেছেন। বিশেষ করে ঈদের ছুটিতে এলাকার কলেজ, বিশ্ববিদ্যালয়ে পড়ুয়া শিক্ষার্থীরা এমন কার্যকলাপ দেখে রীতিমতো ক্ষুব্ধ। তাদের ভাষ্যমতে, রাস্তার দু'ধারে গাছের ছায়ায় এলাকার ছেলেরা রাস্তার পাশে অবসর সময় আড্ডা দেয়। এখন তাদের সামনে প্রকাশ্যে অন্যান্য এলাকার ইয়াবার ক্রেতারা এসে তাদের সামনেই ইয়াবা কিনে নিয়ে যাচ্ছে। আজ বিকালে ইয়াবা কিনে নিয়ে চলে যাওয়ার সময় এলাকার কয়েকজন শিক্ষার্থী দুইজন ইয়াবার ক্রেতাকে হাতেনাতে ধরে ফেলে। এতে ক্ষুদ্ধ হয়ে প্রতিশোধ নেওয়ার জন্য ইয়াবা ব্যবসায়ী বুরুইয়ের ঘনিষ্ঠ সহযোগী বেলালের নেতৃত্বে একদল সশস্ত্র সান্ত্রাসী মাগরিবের পর মৌ. আনছুর আলী পাড়ায় ঢুকে অস্ত্রের মহড়া দেয়। বেলাল' সাবেক ইউপি মেম্বার মমতাজের ছেলে। এলাকায় ঢুকে সন্ত্রাসী দল ইয়াবা ব্যবসায় বাধাপ্রদানকারী শিক্ষার্থীদের খুঁজতে থাকে। এক পর্যায়ে এলাকায় তাদের খুঁজে না পেয়ে মাহারাপাড়ার সোনাইয়ের দোকানে আড্ডারত দুইজন কলেজ পড়ুয়া শিক্ষার্থীকে ইয়াবা কারবারিতে বাধা দেওয়ায় কারণে অস্ত্র, রামদা, লাঠি নিয়ে অতর্কিত হামলা চালায়। এমনকি অস্ত্রের মুখে জিম্মি করে তাদের অপহরণের চেষ্টা করে। হামলায় দুইজন শিক্ষার্থী মারধর, রামদা দিয়ে আঘাত এবং পরবর্তীতে ইয়াবা ব্যবসায় বাধা দিলে প্রাণনাশের হুমকি দেওয়া হয়।
সরেজমিনে গিয়ে জানা গেছে, মাহারাপাড়ার সাবেক মেম্বার মমতাজের ছেলে বেলাল শর্টগান নিয়ে হামলায় নেতৃত্ব দেয়। এ নিয়ে বর্তমানে এলাকায় থমথমে পরিস্থিতি বিরাজ করছে। মাহারাপাড়ার সাবেক মেম্বার মমতাজের ছেলে বেলাল শর্টগান নিয়ে হামলায় নেতৃত্ব দেয়।
এলাকার লোকজন প্রশাসনের হস্তক্ষেপ কামনা করছে এবং ইয়াবা কারবারিদের আইনের আওতায় আনার দাবি জানিয়েছে।
Post a Comment