মহেশখালীতে প্রথমবার অনুষ্ঠিত হলো ‘মহেশখালী রান ২০২৫’
মহেশখালী, ৩ এপ্রিল ২০২৫: মহেশখালীতে প্রথমবারের মতো আয়োজন করল Remote Event Solution ‘মহেশখালী রান ২০২৫’ – একটি দৌড় প্রতিযোগিতা যা শান্তি, পর্যটন ও সবুজ মহেশখালী গড়ার উদ্দেশ্যে আয়োজন করা হয়। আদিনাথ মন্দির থেকে শাপলাপুর সড়ক পর্যন্ত ৭.৫ কিলোমিটার দীর্ঘ এই দৌড় প্রতিযোগিতায় স্থানীয় ও জাতীয় পর্যায়ের ১৫০ জন দৌড়বিদ অংশগ্রহণ করেন।
সকাল ৭:০০টায় আদিনাথ জেটিঘাট থেকে আনুষ্ঠানিক উদ্বোধনের পর শুরু হয় দৌড়। নৈসর্গিক পাহাড়, সবুজ বনানী ও নির্মল বাতাসের মধ্য দিয়ে এই দৌড় ছিল এক অনন্য অভিজ্ঞতা। অংশগ্রহণকারীরা স্বতঃস্ফূর্তভাবে দৌড়ে অংশ নেন এবং পরিবেশবান্ধব মহেশখালী গড়ার বার্তা ছড়িয়ে দেন।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন স্থানীয় প্রশাসন, বিশিষ্ট ব্যক্তিবর্গ ও ক্রীড়াপ্রেমীরা। আয়োজক Remote Event Solution এর ও অন্যান্য ব্যক্তিবর্গ দৌড় শেষে অংশগ্রহণকারীদের মাঝে মেডেল প্রদান করে।
মহেশখালী রান ২০২৫’ আয়োজনের মাধ্যমে স্থানীয় পর্যটনকে উৎসাহিত করা, পরিবেশ সচেতনতা বৃদ্ধি এবং স্বাস্থ্যকর জীবনযাত্রাকে জনপ্রিয় করার প্রয়াস নেওয়া হয়েছে। ভবিষ্যতে এই আয়োজন আরও বড় পরিসরে অনুষ্ঠিত হবে বলে আয়োজকরা আশাবাদী।
Post a Comment