মহেশখালীবাসীর নৌপথের দুর্ভোগ: দেখার কেউ নেই!
কক্সবাজার জেলার দ্বীপ উপজেলা মহেশখালী। এটি দেশের একমাত্র পাহাড়ি দ্বীপ, যেখানে হাজারো মানুষ প্রতিদিন জীবিকা, চিকিৎসা, শিক্ষা ও নানান প্রয়োজনে কক্সবাজারসহ অন্যান্য জায়গায় যাতায়াত করে। কিন্তু দুঃখজনক বাস্তবতা হলো, মহেশখালী থেকে কক্সবাজার যাওয়ার নৌপথ অত্যন্ত কষ্টসাধ্য ও ঝুঁকিপূর্ণ। বিশেষ করে ঘাটে যাত্রীদের ওঠা-নামার জন্য নেই কোনো সুপরিকল্পিত ব্যবস্থা। অপরিকল্পিত ঘাট, দুর্ভোগ পোহায় সাধারণ মানুষ
বর্তমানে মহেশখালী ও কক্সবাজারের বিভিন্ন ঘাটে যাত্রীদের স্পিডবোট কিংবা ট্রলারে ওঠা-নামার সময় প্রচণ্ড ভোগান্তি পোহাতে হয়। যাত্রীদের জন্য কোনো সঠিক জেটি বা প্ল্যাটফর্ম নেই, ফলে অনেককে বাঁশের পাটাতন, পিচ্ছিল কাঠের সেতু বা সরাসরি কাদামাটি পেরিয়ে নৌযানে উঠতে হয়। এতে নারী, শিশু, বৃদ্ধ—সবার জন্যই যাতায়াত হয়ে পড়ে কষ্টকর ও ঝুঁকিপূর্ণ। নিরাপত্তাহীন যাত্রাপথ, পানিতে পড়ে যাওয়ার ঝুঁকি
প্রতিদিন অসংখ্য যাত্রী স্পিডবোট ও ট্রলারে উঠতে গিয়ে পানিতে কিংবা কাদায় পড়ে যান। অনেক সময় ভারসাম্য হারিয়ে আহত হন অনেকে। বৃষ্টি হলে সমস্যা আরও তীব্র হয়ে ওঠে—পিচ্ছিলতা বাড়ে, ঘাটে কাদার পরিমাণ বেড়ে যায়, যাত্রীরা চরম ভোগান্তির শিকার হন। এসব সমস্যার সমাধান না থাকায় মানুষ প্রতিনিয়ত ঝুঁকি নিয়েই যাতায়াত করতে বাধ্য হচ্ছে
Post a Comment