শাপলাপুরে প্যারাবন কেটে চিংড়িঘের, যৌথ বাহিনীর অভিযান
নিজস্ব প্রতিবেদক
মহেশখালীর শাপলাপুর ইউনিয়নের বারিয়াপাড়া সংলগ্ন প্যারাবনের বাইন গাছ কেটে বাঁধ দিয়ে অবৈধভাবে চিংড়িঘের নির্মাণ করছিল স্থানীয় একদল ভূমিদস্যু। খবর পেয়ে বন বিভাগের নেতৃত্বে যৌথ বাহিনীর একটি টিম অভিযান চালিয়ে প্রায় ২৫ একর সরকারি জমি দখলমুক্ত করেছে এবং স্কেভেটর দিয়ে বাঁধগুলো গুড়িয়ে দেয়। বিষয়টি নিশ্চিত করেছেন জেএমঘাট বিট কর্মকর্তা মাসুদ পারভেজ।
মঙ্গলবার (১১ মার্চ) সকাল ১০টা থেকে বিকাল ৫টা পর্যন্ত টানা ৬ ঘণ্টার অভিযান পরিচালিত হয়। অভিযানে নেতৃত্ব দেন গোরকঘাটা রেঞ্জ কর্মকর্তা আয়ুব আলী। এছাড়া, জেএমঘাট বিট কর্মকর্তা মাসুদ পারভেজ, ঝাপুয়া বিট কর্মকর্তা আবুল কাশেমসহ বন বিভাগের স্টাফ, বাংলাদেশ নৌবাহিনী ও পুলিশের একটি যৌথ বাহিনী এতে অংশ নেয়।
স্থানীয় সূত্রে জানা গেছে, দীর্ঘদিন ধরে আবু বশর চৌধুরীর নেতৃত্বে ১৫-২০ জনের একটি চক্র জেএমঘাট বিটের আওতাধীন শাপলাপুরের বারিয়াপাড়া নোনাছড়ি মৌজার লৌয়ারছড়া এলাকায় বাইন গাছ কেটে অবৈধভাবে চিংড়িঘের তৈরি করছিল। এতে প্রায় ১ কোটি টাকার পরিবেশগত ক্ষত হয়েছে। খবর পেয়ে বন বিভাগসহ যৌথ বাহিনী দ্রুত অভিযান চালিয়ে সরকারি জমি দখলমুক্ত করে। অবৈধ চিংড়িঘের উচ্ছেদ করায় পরিবেশবাদী সংগঠনগুলো বন বিভাগের এই পদক্ষেপকে স্বাগত জানিয়েছে।
গোরকঘাটা রেঞ্জ কর্মকর্তা আয়ুব আলী বলেন, "একদল ভূমিদস্যু প্যারাবনের গাছ ও মাটি কেটে চিংড়িঘের করছিল। আমরা যৌথ বাহিনী নিয়ে অভিযান চালিয়ে স্কেভেটর দিয়ে বাঁধ কেটে দিয়েছি। এছাড়া, অভিযুক্তদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
Post a Comment