চুসামের প্রথম নির্বাচন সম্পন্ন




চুসামের প্রথম নির্বাচন সম্পন্নস ভাপতি নির্বাচিত হয়েছেন সিকান্দার বাদশা এবং সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন মুহাম্মদ খোরশেদ

চিটাগাং ইউনিভার্সিটি স্টুডেন্ট'স অ্যাসোসিয়েশন অব মহেশখালী (চুসাম) এর নতুন কার্যনির্বাহী কমিটির ২০২৫ নির্বাচন সম্পন্ন হয়েছে। সভাপতি হিসেবে নির্বাচিত হয়েছে সিকান্দার বাদশা (ডিপার্টমেন্ট হিসাব বিজ্ঞান বিভাগ,সেশন ১৯-২০) এবং সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছে মুহাম্মদ খোরশেদ ডিপার্টমেন্ট ইসলামের ইতিহাস ও সংস্কৃতি, গতকাল বোধবার (২৬ ফেব্রুয়ারি) চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় জারুলতলায় চুসামের ইতিহাসে প্রথম নির্বাচন অনুষ্ঠিত হয়। " মহেশখালীর চবিয়ান শিক্ষার্থীদের উচ্ছ্বাস, উদ্দীপনা এবং নজরকাঁড়া উপস্থিতিতে মিলনমেলায় পরিনত হয় অনুষ্টানস্থল।

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়... বিভাগের শিক্ষার্থী.... অনুষ্ঠানটি সঞ্চালনা করেন। অনুষ্ঠানের শুরুতে ওহিদুল ইসলাম খোকা, নুরুল মোস্তাফা হৃদয়, সাবেক সভাপতি আবু সুফিয়ান, সাবেক সভাপতি তউসিফ তামিম সহ অন্যান্য নির্বাচন কমিশনাররা সংক্ষিপ্ত আলোচনা করেন।

সকাল ১১ ঘটিকার সময় নির্বাচন শুরু হয়ে বিকেল ৩.৩০ মিনিটে ভোটগ্রহণ শেষ হয়। ভোট গণনার শেষের বিকেল চারটার সময় ফলাফল ঘোষণা করা হয়।

সর্বোপরি উপস্থিত সকল সদস্যদের প্রত্যক্ষ ভোটের, সিকান্দার বাদশা সভাপতি এবং মুহাম্মদ খোরশেদ আলমকে সাধারণ সম্পাদক নির্বাচিত করে সংগঠনের সদস্যরা। নির্বাচন সুষ্ঠু ও সুন্দরভাবে সম্পন্ন করার পর, নির্বাচিত ২ জনের আংশিক কমিটি ঘোষণা করেন নির্বাচন কমিশনারের সদস্যরা, এই সময় আগামী ১০ দিনের মধ্যে "চুসাম কার্যনির্বাহী কমিটি ২০২৫-২০২৬" এর পূর্ণাঙ্গ কমিটি গঠন করার জন্য নির্বাচিত প্রতিনিধিদের আদেশ দেওয়া হয়।

চিটাগাং ইউনিভার্সিটি স্টুডেন্ট অ্যাসোসিয়েশন অব মহেশখালী(চুসামের) সদস্যরা জীবনে প্রথম বারের মত ভোট দিতে পারাই উচ্ছ্বাস প্রকাশ করেছেন। চুসামে গণতান্ত্রিক প্রক্রিয়া প্রতিষ্ঠা করার ক্ষেত্রে অন্যতম ভূমিকা রাখায় অহিদুল ইসলাম খোকা,কবি হেদায়েত উল্লাহ, নুরুল মোস্তফা হৃদয় এবং আবু সুফিয়ান এর প্রতি বিশেষ কৃতজ্ঞতা প্রকাশ করেন।

"চুসাম নির্বাচন ২০২৫ "এ প্রতিদ্বন্দ্বী সবাই ত্বকি ওসমান , সিকান্দার বাদশা, মুহাম্মদ খোরশেদ, আব্দুল হামিদ মির্জা এবং তুষার চৌধুরী বক্তব্য রাখেন। তারা সবাই সংগঠনে এক সাথে এগিয়ে নেওয়ার জন্য প্রতিজ্ঞাবদ্ধ হয়। পরে নব নির্বাচিত সভাপতি সিকান্দার বাদশা সবাইকে ধন্যবাদ জ্ঞাপন করে অনুষ্ঠান শেষ করেন।


0/একটি মন্তব্য / মন্তব্য পোস্ট করুন