হোয়ানকে মসজিদে ঢুকে ইমামকে লাঞ্ছিত, অভিযুক্তের বিরুদ্ধে প্রতিবাদ মিছিল
মহেশখালীর হোয়ানক ফকিরখালী পাড়া জামে মসজিদে পবিত্র শবেবরাতের রাতে এক ইমামকে লাঞ্ছিত করার অভিযোগ উঠেছে আনোয়ার নামে এক ব্যক্তির বিরুদ্ধে। প্রত্যক্ষদর্শীরা জানান, আনোয়ার মসজিদে ঢুকে উগ্র আচরণ শুরু করেন এবং আলোচনারত ইমামকে বাধা দেন। পরবর্তীতে তিনি ইমাম মাওলানা ইলিয়াস কুতুবীকে শারীরিকভাবে লাঞ্ছিত করে মসজিদ থেকে বের করে দেন।
জানা গেছে, মসজিদ কমিটি শবেবরাত উপলক্ষে কক্সবাজারের লামার পাড়া জামে মসজিদের খতিব মাওলানা ইলিয়াস কুতুবীকে ধর্মীয় আলোচনা পরিচালনার জন্য আমন্ত্রণ জানায়। তিনি আলোচনা শুরু করলে আনোয়ার নামের ওই ব্যক্তি সেখানে প্রবেশ করে বিশৃঙ্খলা সৃষ্টি করেন।
এ ঘটনায় ক্ষুব্ধ হয়ে স্থানীয় মুসল্লিরা প্রতিবাদ মিছিল বের করেন এবং আনোয়ারের দ্রুত গ্রেফতার ও শাস্তির দাবি জানান। স্থানীয়রা অভিযোগ করেছেন, আনোয়ার সরাসরি কোনো রাজনৈতিক দলের সঙ্গে যুক্ত না থাকলেও তিনি উপজেলা বিএনপির একটি গ্রুপের হয়ে কাজ করেন।
স্থানীয় এক মুসল্লী বলেন, ‘মসজিদের মতো পবিত্র জায়গায় এসে এমন আচরণ কোনোভাবেই মেনে নেওয়া যায় না। আমরা এ ঘটনার উপযুক্ত বিচার চাই। ঘটনার পর থেকে আনোয়ার পলাতক রয়েছে। স্থানীয় মুসল্লিরা প্রশাসনের প্রতি আহ্বান জানিয়েছেন, দ্রুত আনোয়ারকে গ্রেফতার করে আইনানুগ ব্যবস্থা নেওয়ার জন্য।
Post a Comment