মহেশখালী প্রেস ক্লাবের ত্রি-বার্ষিক নির্বাচন সম্পন্ন





ছাদেকুর রহমান,(স্টাফ রিপোর্টার) :

কক্সবাজারের মহেশখালী প্রেস ক্লাবের ত্রি-বার্ষিক নির্বাচন অনুষ্ঠিত হয়েছে।এতে সভাপতি পদে জয়নাল আবেদীন (দৈনিক ইনকিলাব) ও সাধারণ সম্পাদক পদে জিকির উল্লাহ্ জিকু (দৈনিক ইনানি) নির্বাচিত হয়েছেন।

সোমবার (৩রা ফেব্রুয়ারি) সকাল ১০টা থেকে উপজেলা সম্মেলন কক্ষে এই নির্বাচনের ভোটগ্রহণ শুরু হয়ে শেষ হয় দুপুর ১টায়।এতে মহেশখালী প্রেসক্লাবের ভোটারগণ উৎসবমুখর পরিবেশে নিজেদের পছন্দের প্রার্থীদের ভোট প্রদান করেন।

দুপুর ০২টায় মহেশখালী প্রেসক্লাব নির্বাচনের প্রধান নির্বাচন কমিশনার উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মোহাম্মদ জাহিদুর রহমান ফলাফল ঘোষণা করেন।

এতে সভাপতি হিসেবে জয়নাল আবেদীন (দৈনিক ইনকিলাব),সহ-সভাপতি হিসেবে সৈয়দ মোস্তবা আলী (কক্সবাজার সংবাদ),সাধারণ সম্পাদক হিসেবে জিকির উল্লাহ্ জিকু (দৈনিক ইনানি),সাংগঠনিক সম্পাদক হিসেবে তারেক রহমান (দৈনিক হিমছড়ি) মহেশখালী প্রেসক্লাবের সদস্যদের প্রত্যক্ষ ভোটে নির্বাচিত হয়।

এছাড়া বিনা প্রতিদ্বন্দিতায় যুগ্ম-সাধারণ সম্পাদক হিসেবে শাহাব উদ্দিন (দৈনিক সমকাল),অর্থ সম্পাদক হিসেবে মকসুদুর রহমান (দৈনিক আমার দেশ),দপ্তর ও প্রচার সম্পাদক‌ হিসেবে আব্দুর রশিদ (দৈনিক নয়া বাংলা) নির্বাচিত হয়।

উক্ত নির্বাচনে প্রিসাইডিং অফিসার হিসেবে দায়িত্ব পালন করেন,উপজেলা একাডেমিক সুপারভাইজার মোঃ ফজলুল করিম।

0/একটি মন্তব্য / মন্তব্য পোস্ট করুন