পুসাহ'র নতুন কমিটি ঘোষণা





প্রেস বিজ্ঞপ্তি:

"ঈদুল আযহা পরবর্তী ১৮-৬-২৪ তারিখে "পুসাহর ঈদ পুনর্মিলনী ও নবীন বরণ -২০২৪" অনুষ্ঠান "হোয়ানক কলেজ অডিটোরিয়ামে" অনুষ্ঠিত হয়।অনুষ্ঠান শেষে পাবলিক ইউনিভার্সিটি স্টুডেন্টস অ্যাসোসিয়েশন অব হোয়ানক"(পুসাহ) এর ২০২৪-২৫ সালের নতুন কমিটির নির্বাচন অনুষ্ঠিত হয়।

পুসাহ'র সংবিধান অনুযায়ী নির্বাচন পরিচালনা করেন সাবেক সহ সাধারণ সম্পাদক রিদুয়ান (সিইসি), সাবেক সভাপতি নুরুল মুস্তফা হৃদয় (ইসি) এবং সাবেক সভাপতি ফখরুল ইসলাম ( ইসি)।এছাড়াও আরও অনেক সিনিয়র সদস্য উপস্থিত ছিলেন।

নির্বাচন শুরুর প্রাক্কালে অত্র সংগঠনের সংবিধান( নীতিমালা) পড়ে শুনান জনাব রিদুয়ান (সিইসি) এবং পূর্বের কমিটি বিলুপ্ত ঘোষণা করেন। এছাড়া, সবার সামনে বিগত বছরের হিসাব উপস্থাপন করেন সাবেক অর্থ সম্পাদক ফারুক মোহাম্মদ ইসহাক।

নির্বাচন প্রক্রিয়া শুরুতে ২০১৯-২০ সেশন(তথা চতুর্থ বর্ষ) থেকে «সভাপতি» এবং «সাধারণ সম্পাদক» নির্বাচিত করা হয়। উপস্থিত ১ম বর্ষ থেকে ৪র্থ বর্ষের সকলে উক্ত দুই পদে ব্যালটের মাধ্যমে নিজেদের ভোট প্রদান করেন। উল্লেখ্য, নির্বাচন কমিশনে থাকা কমিশনের সদস্যরা ভোট দানে বিরত ছিলেন (যা 'পুসাহ' সংবিধানেই বলা আছে)।

এতে সভাপতি হিসেবে নির্বাচিত হয়েছেন জনাব, ফারুক মোহাম্মদ ইসহাক। শিক্ষার্থী, বায়োটেকনোলজি এন্ড জেনেটিক ইন্জিনিয়ারিং বিভাগ :নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়।

এবং সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন জনাবা,তাহমিনা খানম মুন্নি। ছাত্রী,মনোবিজ্ঞান বিভাগ, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়।




পরে নবনির্বাচিত সভাপতি এবং সাধারণ সম্পাদক সবার উদ্দেশ্যে সংক্ষিপ্ত বক্তব্য রাখেন। এতে উভয়ে সবাইকে সাথে নিয়ে কাজ করার প্রতিশ্রুতি দেন এবং সংগঠনকে এগিয়ে নেওয়ার জন্য প্রতিজ্ঞাবদ্ধ হন। এছাড়া, সুন্দর আগামী নির্মাণে সবার সহযোগিতা কামনা করেন। পূর্বের কমিটিকে শুভেচ্ছা ও ধন্যবাদ জ্ঞাপন করে তাদের বক্তব্য শেষ করেন।

শেষে নির্বাচন কমিশনে থাকা সবাই বক্তব্য রাখেন এতে তারা সবাইকে পরস্পরের সহযোগী হয়ে সংগঠনকে সামনের দিকে এগিয়ে নিতে সুপরামর্শ দেন। এবং নিজেরাও সর্বোচ্চ সহযোগিতা অব্যাহত রাখবেন বলে প্রতিশ্রুতি দেন।

আজ ২৬-০৬-২৪ তারিখে নব নির্বাচিত দায়িত্বশীলরা ৩৫ সদস্য বিশিষ্ট পূর্ণাঙ্গ «কার্যকরী কমিটি» ঘোষণা করেছেন। যা নিম্নরূপ :




কার্যকরী কমিটি :সভাপতি : এফ.এম.ইসহাক(নোবিপ্রবি)সহ-সভাপতি : তানজিদা সুলতানা চুহিন( রংপুর মেডিকেল কলেজ)সাধারণ সম্পাদক : তাহমিনা খানম মুন্নি(চবি)যুগ্ম সাধারণ সম্পাদক : সানজিদা নুসরাত মুন্নি(কুবি) সাংগঠনিক সম্পাদক : মামুনুর রশিদ(চবি)

সহ-সাংগঠনিক সম্পাদক :উম্মে জুবাইরুনেছা ময়না(শেবাচিম)উম্মে হাবিবুন্নেছা ইসমা(ডুয়েট)অর্থ সম্পাদক : পারবেশ মোশাররফ (চবি)সহ-অর্থ সম্পাদক : মোহাম্মদ ওসামা বিন গণি (চবি)দপ্তর সম্পাদক : আশেক আশুরাফুল (চবি)উপ-দপ্তর সম্পাদক : রায়েদ মোহাম্মদ খোকা (জবি)আইন-বিষয়ক সম্পাদক : আফিফা খানম মুন্নি (কুবি)উপ-আইন বিষয়ক সম্পাদক:সাইফুল ইসলাম (চবি)প্রচার সম্পাদক : আশেক মোহাম্মদ নজিবুল্লাহ চৌধুরী(জাককানইবি) উপ-প্রচার সম্পাদক : মোহাম্মদ লোকমান(জবি) তথ‍্য ও মিডিয়া সম্পাদক : মোহাম্মদ সালমান (বেশেমুপ্রবি) সহ-মিডিয়া সম্পাদক:আশেক ফয়সাল মোহাম্মদ সজিব(নোবিপ্রবি) সাবরিনা সোলতানা সায়লা (নোবিপ্রবি)




শিক্ষা ও গবেষণা-বিষয়ক সম্পাদক : আবু তৈয়ব(সাস্ট) সহ-শিহ্মা গবেষণা-বিষয়ক সম্পাদক : মোঃ সাজ্জাদ হোসেন(চুয়েট)আলিফা আক্তার টুম্পা(কমেক)

ধর্ম-বিষয়ক সম্পাদক : আরিফুর রহমান (চবি) সহ-ধর্ম বিষয়ক সম্পাদক:মোঃ ইব‍্রাহিম কোরাইশি (ইবি) ওসৌরভ দে সপ্তম(রবি) বিজ্ঞান ও প্রযুক্তি-বিষয়ক সম্পাদক : আবু আরিফ নাইম (রাবিপ্রবি) সহ-বিজ্ঞান ও প্রযুক্তি-বিষয়ক সম্পাদক :নাজিশান মোর্শেদ চৌধুরী(কমেক)

সাংস্কৃতিক সম্পাদক : ওসামা বিন গণি (চবি) আন্তজার্তিক বিষয়ক সম্পাদক :ওয়াফিকা হেলালী নিহা(চবি) উপ আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক :সাহেদুল ইসলাম সৌরভ (নোবিপ্রবি)ক্রিড়া বিষয়ক সম্পাদক:সালাউদ্দিন(চবি) সহ ক্রিড়া বিষয়ক সম্পাদক:তাহসির রহমান মানিক(শেকৃবি) ও শাকিব মোহাম্মদ শাহিন(কুবি)

সাহিত‍্য বিষয়ক সম্পাদক:শাকিল মোহাম্মদ শাওন (কমেক)সহ-সাহিত‍্য বিষয়ক সম্পাদক:জাহেদুল ইসলাম(চবি) ও মুরাদ শাহমাত তাসীন(চবি)সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক:মোস্তাফীজর রহমান শাহিন(চবি)সহ- সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক :সুরাইয়া মেহরিন রুহি(সিভাসু)

0/একটি মন্তব্য / মন্তব্য পোস্ট করুন