সরগরম হয়ে উঠছে মহেশখালীতে ভোটের মাঠ





ছাদেকুর রহমান (নিজস্ব প্রতিবেদক)

ভোটের প্রচারে সরগরম পুরো মহেশখালী।প্রতীক নিয়ে পুরোদমে নির্বাচনের মাঠে নেমেছেন প্রার্থী ও কর্মী-সমর্থকরা।চলছে প্রচার-প্রচারণা ও মিটিং। ভোটারদের মাঝে বিতরণ করা হচ্ছে পোস্টার-লিফলেট।

বিজয় নিশ্চিতে মরিয়া প্রার্থীরা নানাভাবে ভোটারদের মন জয়ের চেষ্টা চালাচ্ছেন।আগামী ০৮ই মে ইভিএমে হবে ভোট। হাতে সময় খুবই কম।এরই মধ্যে নিজের পক্ষে ভোটের জোয়ার তুলতে হবে।

এ জন্য নতুন নতুন কৌশল নিয়ে মাঠ গরমের চেষ্টা চালাচ্ছেন কর্মী-সমর্থকরা।প্রার্থীরা ভোটারদের সঙ্গে হাত মেলাচ্ছেন,বুকে টেনে নিচ্ছেন প্রবীণদের।বয়স্ক নারী ভোটারদের হাত নিজের মাথায় রেখে আশীর্বাদ চাচ্ছেন।

এলাকার উন্নয়নে দিচ্ছেন নানান প্রতিশ্রুতি।উপজেলার গুরুত্বপূর্ণ স্থানে,হাটবাজার,রাস্তাঘাট-সর্বত্রই পোস্টারে পোস্টারে ছেয়ে যাচ্ছে।নির্বাচনে অংশ নেওয়া প্রার্থীদের সমর্থনে চলছে মাইকিং।সর্বত্রই উৎসবের আবহ বিরাজ করছে।পাড়ার মোড়ের চায়ের দোকানে বসে ভোটাররাও যোগ্য জনপ্রতিনিধি নির্বাচনের অঙ্ক কষতে শুরু করেছেন।

ষষ্ঠ বারের মতো অনুষ্ঠিতব্য উপজেলা পরিষদ নির্বাচনে প্রথম ধাপের ১৫০টি উপজেলায় আগামী ০৮ মে ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে।তাঁর মধ্যে মহেশখালী উপজেলাও রয়েছে।

এবারের নির্বাচনে মহেশখালীতে মোট ভোটার সংখ্যা ২ লক্ষ ৫৭ হাজার ৪ শত ৫৮ জন।তাদের মধ্যে পুরুষ ভোটার ১লক্ষ ৩৭হাজার ৮শত ৮২জন এবং নারী ভোটার ১লক্ষ ১৯হাজার ৫শত ৭৬জন।মহেশখালীতে মোট ভোট কেন্দ্র ৮৬ টি।

উল্লেখ্য,মহেশখালী উপজেলা পরিষদ নির্বাচনে তিনটি পদে লড়ছেন সর্বমোট ১৩ জন প্রার্থী,তারমধ্যে চেয়ারম্যান পদে ০৫ জন,ভাইস-চেয়ারম্যান পদে ০৫ জন ও মহিলা ভাইস-চেয়ারম্যান পদে ০৩ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন।

0/একটি মন্তব্য / মন্তব্য পোস্ট করুন