ঢাকা বিশ্ববিদ্যালয়ে অধ্যয়নরত মহেশখালীর শিক্ষার্থীদের সংগঠন ( Dhaka University Students' Association of Maheshkhali - DUSAM'র কার্যনির্বাহী পরিষদের বার্ষিক নির্বাচন সম্পন্ন।
আজ ১৬ই মার্চ, বিকাল ৪ টায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের নওয়াব আলী চৌধুরী সিনেট ভবনে নির্বাচন অনুষ্ঠিত হয়। ডুসাম সদস্যদের প্রত্যক্ষ ভোটে সভাপতি ও সাধারণ সম্পাদক পদে নির্বাচন অনুষ্ঠিত হয়। উক্ত নির্বাচনে প্রধান নির্বাচন কমিশনার হিসেবে দায়িত্বে ছিলেন ডুসামের সম্মানিত উপদেষ্টা সমাজকল্যাণ ও গবেষণা ইনস্টিটিউটের প্রভাষক মোহাম্মদ শাহজাহান। নির্বাচন পরিচালনার দায়িত্বে ছিলেন ডুসামের সাবেক সভাপতি বেলাল সজিব, সাবেক সাধারণ সম্পাদক রাসেল মাহমুদ, সাবেক সভাপতি সিরাজুল আলম মানিক, সাবেক সাধারণ সম্পাদক আরিফ উল্লাহ ফাহিম ও সাবেক সাধারণ সম্পাদক ফখরুল ইসলাম।
নির্বাচন অনুষ্ঠানে সভাপতি হিসেবে দায়িত্ব পালন করেন ডুসামের সভাপতি হাসান শরীফ এবং অনুষ্ঠান সঞ্চালনার দায়িত্ব পালন করেন সাধারন সম্পাদক মোহাম্মদ আমিন।
সভাপতি পদে প্রত্যক্ষ ভোটে নির্বাচিত হয়েছেন বাংলা বিভাগের ২০১৮-১৯ সেশনের মোহাম্মদ শওকত, সিনিয়র সহ-সভাপতি পদে নির্বাচিত হয়েছেন আইন বিভাগের ২০১৮-১৯ সেশনের আরিফুল ইসলাম এবং সাধারণ সম্পাদক পদে নির্বাচিত হয়েছেন শিক্ষা ও গবেষণা ইনিস্টিউটের ২০১৯-২০ সেশনের শিক্ষার্থী এমরান খান।
আজকের সভায় ডুসামের নব গঠিত গঠনতন্ত্র, উপদেষ্টা পরিষদ ও অ্যাডভোকেট এসএএম রফিক উল্লাহ বৃত্তি ফান্ডের বিধিমালা উপস্থাপন করা হয় এবং সম্মানিত উপদেষ্টা মোহাম্মদ শাহজাহান'র কাছে হস্তান্তর করা হয়।
ডুসামের সভাপতি হাসান শরীফ উপস্থিত সবাইকে ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানিয়ে অনুষ্ঠানের সমাপ্তি ঘোষণা করেন।
Post a Comment