আজ থেকে ১০দিন ব্যাপী আদিনাথ মেলা শুরু





উপ-মহাদেশের সনাতন ধর্মাবলম্বী হিন্দু সম্প্রদায়ের মহা তীর্থ মহেশখালীর মৈনাক পর্বতের চুড়ায় অবস্থিত ঐতিহ্যবাহী শ্রী শ্রী আদিনাথ মন্দিরে শিব চতুর্দশী পূজা উপলক্ষে শিব দআজর্শন ও মেলা আজ শুক্রবার (০৮ই মার্চ) থেকে শুরু হয়েছে।এ উপলক্ষে বসছে ঐতিহ্যবাহী আদিনাথ মেলা।টানা ১০ দিন ব্যাপী এ মেলা শেষ হবে আগামী ১৭ই মার্চ রবিবার।

প্রতি বছর ফাল্গুন মাসের শুরুতে কৃষ্ণ পক্ষের চতুর্দশীতে দেবাদি দেব শিবের আর্শীবাদ লাভের আশায় সনাতন ধর্মাবলম্বীরা শিব দর্শন পূজা করে থাকেন।

মহেশখালী উপজেলা নির্বাহী অফিসার ও আদিনাথ মেলা পরিচালনা কমিটির সভাপতি মীকি মারমা বলেন,শিব চতুর্দশী পূজা ও আদিনাথ মেলা সুষ্ঠ,সুন্দর ও নিরাপত্তার সাথে সম্পন্ন করার লক্ষ্যে ইতিমধ্যে প্রশাসনিক সকল প্রকার প্রস্তুতি সম্পন্ন হয়েছে।চতুর্দশী পূজা উপলক্ষে শিব দর্শন ও মেলায় আগত দর্শনার্থীদের নিরাপত্তায় প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হয়েছে।

এই মেলা আনুমানিক ২০০ বছরেরও বেশী সময় ধরে আদিনাথ মেলা নামে পরিচিতি লাভ করে আসছে।এ জন্য প্রতি বছর মহেশখালীতে শিব চতুর্দশী পূজা ও আদিনাথ মেলার আয়োজন করা হয়।আর এই পূজা ও মেলা উপলক্ষ্যে বাংলাদেশের প্রত্যন্ত অঞ্চল ছাড়াও পার্শ্ববর্তী দেশ ভারতসহ কয়েকটি দেশের হাজার হাজার পূজারী ও ভক্ত অনুরাগী এখানে আসেন। তাদের পাশাপাশি আসেন নানান প্রান্তের পর্যটকরাও।

আদিনাথ মন্দির সংস্কার কমিটির সাধারণ সম্পাদক ও সীতাকুণ্ড স্রাইন কমিটির সহ-সাধারণ সম্পাদক প্রণব কুমার বলেন জানান, প্রতি বছরের মত এ বছরও সুশৃঙ্খলভাবে পূজা ও মেলা অনুষ্ঠিত হবে বলে আশা করছি।পূজারী ও ভক্ত অনুরাগীদের জন্য থাকার সু-ব্যবস্থা রয়েছে।অনৈতিক কর্মকাণ্ড,যাত্রা, সার্কাস,হাউজী,যে কোনো ধরণের অবৈধ বিনোদন থাকবে না।শুধুমাত্র পর্যটকদের কেনাকাটার জন্য হরেক রকমের দোকানপাট থাকবে।অনাকাঙ্খিত দুর্ঘটনা এড়াতে গ্যাস বেলুন বেচাকেনা নিষিদ্ধ করা হয়েছে। ইতিমধ্যে এসব দোকানপাটে নানা পণ্যে সাজিয়ে বসেছে বিক্রেতারা।




মহেশখালী থানার অফিসার ইনর্চাজ(ওসি) সুকান্ত চক্রবর্তী বলেন,আদিনাথ মেলা সুষ্ঠুভাবে সম্পন্ন করার লক্ষ্যে মহেশখালী থানা পুলিশসহ অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।এছাড়াও সাদা পোষাকের পুলিশও সার্বক্ষণিক দায়িত্ব পালন করবে।মেলায় আগত পূজারী, অনুরাগীদের সার্বিক নিরাপত্তা নিশ্চিতে প্রশাসনের হতে সর্বোচ্চ ব্যবস্থা গ্রহণ করা হয়েছে বলে জানান।

0/একটি মন্তব্য / মন্তব্য পোস্ট করুন