মহেশখালীতে ইয়াসিদের ভলান্টিয়ারদের প্লাস্টিক পরিষ্কার অভিযান






০৩ মার্চ ২০২৪, রবিবার কক্সবাজারের মহেশখালী উপজেলায় প্লাস্টিক ব্যবহারে সচেতনতা বৃদ্ধিতে একটি প্লাস্টিক পরিষ্কার অভিযান পরিচালনা করেন ইয়াসিদের মহেশখালী ইয়ুথ টিম।

“পরিবেশ বাঁচালে আমরা বাঁচব” এই স্লোগানে এই প্রতিপাদ্যকে সামনে রেখে তরুণরা মহেশখালী নতুন বাজার থেকে শুরু করে গোরকঘাটা বাজার পর্যন্ত এই অভিযানটি পরিচালনা করে। তরুণরা ইয়াসিদের আয়োজনে "যুব নেতৃত্ব ও জলবায়ু সাক্ষরতা" বিষয়ের ওপর প্রশিক্ষণ নিয়ে নিজেদের ভূমিকা পালন করার লক্ষ্যে, ও নিজ এলাকার জন সাধারণকে প্লাস্টিক ব্যবহারে সচেতনতা বৃদ্ধির মাধ্যমে জলবায়ু পরিবর্তন মোকাবিলা করতে এই উদ্যোগটি গ্রহণ করে। এই কার্যক্রমটিতে সার্বিক সহযোগিতা করছেন ব্রিটিশ কাউন্সিল বাংলাদেশ ও ইয়াং পাওয়ার ইন সোস্যাল একশন (ইপসা)।

এতে ইয়াসিদের মহেশখালী ইয়ুথ টিমের সদস্যদের পাশাপাশি আরও উপস্থিত ছিলেন সবুজ বাংলা ব্লাড ব্যাংকের সদস্যরা, কুতুবজোম আদর্শ উচ্চ বিদ্যালয়ের শিক্ষক সালাহউদ্দিন। শাহাব উদ্দিন, কক্সবাজার জেলা ছাত্রলীগ। জসিম উদ্দিন বিজয়, আহবায়ক মহেশখালী উপজেলা ছাত্রলীগ। শাকিলুর রহমান, যুগ্ম আহবায়ক মহেশখালী উপজেলা ছাত্রলীগ।

আমির হোসেন ও সাদেক হোসেন তৈয়বের পরিচালনায় এই উদ্যোগটি সম্পন্ন হয়।

0/একটি মন্তব্য / মন্তব্য পোস্ট করুন