মহেশখালীতে দিন ব্যাপী কর্মসুচির মধ্য দিয়ে জাতীয় ভোটার দিবস পালিত
ডেস্ক নিউজ।
সঠিক তথ্যে ভোটার হবো, স্মার্ট বাংলাদেশ গড়ে তুলবো’ এই প্রতিপাদ্য সামনে রেখে সারাদেশের ন্যায় মহেশখালীতে ৬ষ্ঠ জাতীয় ভোটার দিবস পালিত হয়েছে।
শনিবার (২ মার্চ) সকাল ১১ টায় উপজেলা চত্বর থেকে উপজেলা নির্বাচন অফিসের আয়োজনে একটি বর্ণাঢ্য র্যালি বের করা হয়। পরে উপজেলা সম্মেলন কক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
উক্ত অনুষ্ঠানের প্রধান অতিথি মহেশখালী কুতুবদিয়া আসনের সংসদ সদস্য আলহাজ্ব আশেক উল্লাহ রফিক শান্তির পায়রা উড়িয়ে অনুষ্ঠানের উদ্বোধন করেন।উপজেলা নির্বাহী অফিসার মীকি মারমার সভাপতিত্বে অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন উপজেলা নির্বাচন কর্মকর্তা বিমলেন্দু কিশোর পাল।
এতে বিশেষ অতিথি থেকে বক্তব্য রাখেন মহেশখালী পৌরসভার মেয়র আলহাজ্ব মকসুদ মিয়া, মহেশখালী থানার অফিসার ইনচার্জ সুকান্ত চক্রবর্তী, বীর মুক্তিযোদ্ধা ছালেহ আহমদ, কুতুবজোম ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান এডভোকেট শেখ কামাল, মহেশখালী প্রেস ক্লাবের সভাপতি আবুল বশর পারভেজ, উপজেলা প্রস ক্লাবের সভাপতি মাওলানা ইউনুস। এসময় আরও উপস্থিত ছিলেন.. উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মোহাম্মদ জাহিদুল রহমান, উপজেলা সমাজসেবা অফিসার মোহাম্মদ দিদার আলম, উপজেলা সমবায় অফিসার গোলাম মাসুদ কুতুবী, উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা তাপস দত্ত'সহ উপজেলার বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, সাংবাদিক, রাজনৈতিক, সামাজিক নেতৃবৃন্দ এবং ভোটারবৃন্দ এ সময় উপস্থিত ছিলেন।
সভায় সঠিক তথ্য সম্বলিত ভোটার হওয়ার জন্য প্রাপ্তবয়স্ক সকলকে অনুরোধ করা হয়। কোনক্রমেই যেন ভোটার হতে ভুল তথ্য পরিবেশিত না হয় এ ব্যাপারে নির্বাচন কমিশনারকে সতর্কতা অবলম্বনের আহ্বান জানান বক্তারা।
Post a Comment