সোনাদিয়ায় আধিপত্য বিস্তার নিয়ে দু'গ্রুপের সংঘর্ষে নিহত ০১
▪️নিজেস্ব প্রতিবেদক :
মহেশখালী উপজেলার কুতুবজোম ইউনিয়নের ০৯নং ওয়ার্ড় সোনাদিয়া পশ্চিমপাড়ায় লবণের মাঠ দখল বেদখলকে কেন্দ্র করে দু'গ্রুপের মধ্যে সংঘর্ষে সাইফুল(৩৮) নামে এক ব্যক্তি গুলিবিদ্ধ হয়ে নিহত হয়েছেন।এসময় আহত হয়েছেন আরও অন্তত ১০ জন।
আজ ২রা মার্চ (শনিবার) সকাল আনুমানিক ১১ টা থেকে দুপুর ১২ টা পর্যন্ত দফায় দফায় দু'পক্ষের মধ্যে তুমুল সংঘর্ষের ঘটনা ঘটে।এতে স্থানীয়দের মাঝে আতঙ্ক ছড়িয়ে পড়ে।
এসময় ঘটনাস্থলে নিহত সাইফুল ইসলাম অস্ত্রধারী ভাড়াটিয়া সন্ত্রাসী হিসেবে জমি দখল করতে একপক্ষের হয়ে গিয়েছেন বলে দাবী করেছেন বিভিন্ন সূত্রে।
ঘটনাস্থলে নিহত সাইফুল ইসলাম বড় মহেশখালী মুন্সির ডেইল গ্রামের মৃত গোলাম কুদ্দুসের ছেলে বলে জানাযায়।
স্থানীয়রা জানান,কুতুবজোম ইউনিয়নের সোনাদিয়া এলাকায় লবণ মাঠের মালিকানার দখল-বেদখল নিয়ে স্থানীয় জাহাঙ্গীর ও আনোয়ার গংদের মধ্যে দীর্ঘদিন ধরে বিরোধ চলে আসছিল।এ নিয়ে শনিবার সকাল থেকে দুপুর পর্যন্ত উভয়পক্ষের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটে।এতে উভয় পক্ষের ১০ জনেরও বেশি আহত হন।
পুলিশ ঘটনার সাথে জড়িত সন্দেহে কয়েজনকে আটক করেছে।মুলত দুই পক্ষ জায়গা বন্টনে বনিবনা না হওয়ায় এ সংর্ঘষ সৃষ্টি হয়।
এসময় রাকিব নামের একজনকে অস্ত্রসহ আটক করে পুলিশকে দিয়েছে স্থানীয় জনতা।নিহত সাইফুল জাহাঙ্গীর গ্রুপের।নিহত সাইফুলের পরিবারের দাবী সাইফুল বর্গা চাষি ছিলেন উক্ত লবণ মাটের।
মহেশখালী থানার ওসি সুকান্ত চক্রবর্তী জানান,সোনাদিয়ায় জমি দখল-বেদখল নিয়ে দু'পক্ষের সংঘর্ষে একজন নিহত হয়েছে এবং বেশ কয়েকজন আহত হয়েছে।নিহতের লাশ ময়নাতদন্ত পাঠানো হয়েছে।হামলাকারীরাদের গ্রেপ্তারে অভিযান চলছে ও মামলা প্রক্রিয়া চলছে।
Post a Comment