হোয়ানকে নির্বাহী ম্যাজিস্ট্রেটের অভিযান,০৩ ব্যবসায়ীকে গুনতে হলো জরিমানা।





ছাদেকুর রহমান (নিজস্ব প্রতিবেদক) :

পবিত্র রমজান মাসে নিত্য প্রয়োজনীয় দ্রব্যমূল্য সহনীয় পর্যায়ে রাখা এবং বাসি ও মেয়াদোত্তীর্ণ ভোগ্যপণ্য যাতে বিক্রয় করতে না পারে সেজন্য ফের বাজার মনিটরিং এবং ভ্রাম্যমান আদালত পরিচালনা করেছেন নির্বাহী ম্যাজিস্ট্রেট।

পণ্যের যথাযথভাবে মূল্য তালিকা সংরক্ষণ না করা, অধিক মূল্যে পণ্য বিক্রি এবং মেয়াদোত্তীর্ণ পণ্য রাখায় কেরুনতলী বাজারে ০১জন ও হোয়ানক টাইমবাজারে ২জন সহ মোট ৩জন ব্যবসীকে সর্বমোট ১৮ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

১৭ই মার্চ (রবিবার) বিকেলে মহেশখালী উপজেলার হোয়ানক ইউনিয়নের টাইমবাজার ও কেরুনতলী বাজার মনিটরিং করতে আসেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মোঃ তাজবীর হোসেন।

এসময় তিনি আমাদের জানান, রমজান মাসে ভোক্তাদের চাহিদাকে পুঁজি করে কিছু অসাধু ব্যবসায়ী বেশি মূল্যে পণ্য বিক্রি করতে চান।এ বিষয়টিকে সামনে রেখে কক্সবাজার জেলা ম্যাজিস্ট্রেটের নির্দেশনা মোতাবেক নিয়মিত ভোগ্যপণ্যের বাজার স্বাভাবিক রাখার প্রয়াসে বাজার মনিটরিংয়ের অংশ হিসেবে এই ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হয়।

আদালত সূত্রে জানা যায়- বাজার মনিটরিং মোবাইল কোর্ট অভিযান পুরো রমজান মাস জুড়ে চলমান থাকবে উক্ত বিষয়ে বাজারে বিভিন্ন ব্যবসায়ীকে নিত্য পণ্যের দাম স্বাভাবিক রাখার বিষয়ে সতর্ক থাকার নির্দেশ দেওয়া হয়।

0/একটি মন্তব্য / মন্তব্য পোস্ট করুন