মহেশখালীতে জাতীয় “দুর্যোগ প্রস্তুতি দিবসের র‍্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত।





দূর্যোগ প্রস্তুতিতে লড়বো, স্মার্ট সোনার বাংলা গড়বো” এই প্রতিপাদ্যকে সামনে নিয়ে ১০ ই মার্চ মহেশখালীতে উদযাপন করা হয়েছে জাতীয় দুর্যোগ প্রস্তুতি দিবস।

দিবসটি উপলক্ষে মহেশখালী উপজেলার প্রশাসনের উদ্যোগে গনসচেতনতা মূলক র‌্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

এ দিবসটি উপলক্ষে এক বর্ণাঢ্য শোভাযাত্রা র‍্যালি শেষে সকাল ১১,টায় উপজেলা অডিটোরিয়ামে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

আলোচনা সভায় উপস্থিত ছিলেন সহকারী কমিশনার ভুমি তাজবির হোছেন, উপজেলা প্রকল্প কর্মকর্তা কাউছার আহাম্মদ,বীর মুক্তিযোদ্ধা ছালেহ আহমেদ,বীর মুক্তিযোদ্ধা ডাঃ ছলিম উল্লাহ খান, আওয়ামীলীগ নেতা মাহমুদুল্লাহ, সাংবাদিক আবুল বশর পারভেজ ও বেসরকারী উন্নয়ন সংস্থা রিক এর প্রতিনিধি সহ গনমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

0/একটি মন্তব্য / মন্তব্য পোস্ট করুন