মহেশখালীতে প্রথমবারের মতো ইমামের রাজকীয় বিদায়
▪️ছাদেকুর রহমান,স্টাফ রিপোর্টারঃ
মহেশখালী উপজেলার হোয়ানক ইউনিয়নের ০৬নং ওয়ার্ড়ের মধ্যম রাজুয়ার ঘোনা কেন্দ্রীয় জামে মসজিদের ইমাম ও খতিব মাওলানা আজিজুল্লাহ্।এক টানা দীর্ঘ ২৭ বছর ইমাম ও খতিবের দায়িত্ব পালন করেছেন তিনি এই মসজিদে।বার্ধক্যের কারণে দায়িত্ব থেকে অব্যহতি নিয়েছেন আজ।বিদায় বেলায় মুসল্লিদের ভালোবাসায় সিক্ত হয়েছেন এই ইমাম।রাজকীয় আয়োজনে মহেশখালীতে এ প্রথম বিদায় দেওয়া হয়েছে তাঁকে।
শুক্রবার (০১লা মার্চ) জুমার নামাজ শেষে মুসল্লি ও এলাকাবাসী মিলে ফুল দিয়ে শুভেচ্ছা জানান ও গলায় ফুলের মালা পরিয়ে দেন।এ সময় সেখানে এক আবেগঘন পরিবেশ তৈরি হয়।বিদায় মুহূর্তে মসজিদের পক্ষ থেকে ইমাম ও খতিবকে দেওয়া হয় নগদ ৫০ হাজার টাকা।
মাওলানা আজিজুল্লাহ্ হোয়ানকে'র রাজুয়ার ঘোনা এলাকার মরহুম হাজ্বী আমির চান ও শামীমা বেগমে'র পুত্র।তিনি ১৯৮৭ সালে আল জামিয়া আল ইসলামিয়া (জমিরিয়া) পটিয়া মাদ্রাসা থেকে দাওরা হাদিস সম্পন্ন করেন।বর্তমানে তাঁর তিন ছেলে ও এক মেয়ে সন্তান রয়েছে।সবাই দাওরা হাদিস সম্পন্ন করেছেন।
জানা যায়,মাওলানা আজিজুল্লাহ্ এলাকার এ একটি মসজিদে ৩৩ বছর বয়স থেকে শুরু করে দীর্ঘ ২৭ বছর ইমামতি করেন,পাশাপাশি করেছেন কয়েকটি মাদ্রাসার শিক্ষকতাও।বর্তমানে তার বয়স ৬০ বছর।দীর্ঘদিন ইমামতি শেষে বার্ধক্যের কারণে আজ তিনি অবসর নিলেন।এজন্য বিশেষ সম্মানে তাঁকে বিদায় জানান মুসল্লিরা।
এমন বিদায়ী সংবর্ধনা পেয়ে আবেগাপ্লুত হয়ে পড়েন মাওলানা আজিজুল্লাহ্।তিনি জানান,জীবনের দীর্ঘ সময় যাদের ইমামতি করেছি তাদের এমন আয়োজনে তিনি মুগ্ধ হয়েছেন।বাকি জীবনে সবার কাছে তিনি দোয়া চেয়েছেন।
মসজিদ পরিচালনা কমিটির সভাপতি সাবেক মেম্বার আবু বক্কর বলেন,আজকের দিনটি আমাদের জন্য বেদনার।মাওলানা আজিজুল্লাহ্ দীর্ঘ ২৭ বছর আমাদের দ্বীনি শিক্ষায় আলোকিত করেছেন।জীবন জুড়েই ইসলামের খেদমত করেছেন।আমি নিজেও উনার কাছে অনেক কিছু শিখেছি।
অত্র এলাকার বর্তমান মেম্বার আজিজুল্লাহ্ বলেন,আজকের দিনটি আমাদের জন্য বেদনার।কেননা আমরা আমাদের আত্মার আত্মীয়কে বিদায় দিচ্ছি।যিনি দীর্ঘ ২৭ বছর আমাদের দ্বীনি শিক্ষায় আলোকিত করেছেন।আমরা তার কাছে কৃতজ্ঞ।
এসময় উপস্থিত ছিলেন,মঈনুল ইসলাম মাদ্রাসার সাবেক মুহতামিম মাওলানা মমতাজুল ইসলাম,মসজিদ পরিচালনা কমিটির সেক্রেটারি মাস্টার সেলিম ও অর্থসম্পাদক মাস্টার রমজান আলী'সহ অত্র এলাকার মান্যগণ্য ব্যক্তিবর্গ প্রমুক।
মসজিদের নতুন নিয়োগ প্রাপ্ত ইমাম ছানা উল্লাহ্ বলেন,একজন বিদায়ী ইমামকে এমন সংবর্ধনা প্রশংসার দাবি রাখে।আমি মুসল্লিদের ধন্যবাদ জানাচ্ছি।আমি মনে করি,দেশের সব ইমামদের এমনভাবে সম্মান দেওয়া প্রয়োজন।
Post a Comment