মহেশখালী কক্সবাজার নৌপথে টানেল বা সেতু তৈরি করার পরিকল্পনা গ্রহণ করেছে সরকার।








আজ মঙ্গলবার দেশের বহুল প্রচারিত পত্রিকা দৈনিক মানবজমিনে প্রকাশিত একটি সংবাদের মাধ্যমে জানা যায় কক্সবাজার-মহেশখালী নৌপথ সহ সারাদেশে ৫টি সেতুর জন্য এনডিবিতে ঋণ প্রস্তাব পাঠিয়েছে সরকার।

এখবর প্রকাশের সাথে সাথে মহেশখালী উপজেলাসহ জেলায় চলছে তুমুল আলোচনা,সাথে সামজিক যোগাযোগ মাধ্যম ফেইসবুকে দিচ্ছে অনেকেই সু-খবরের স্ট্যাটাস।

আবার অনেকেই বলছেন আদৌ এটি কি হবে,নাকি পূর্বের মতো গুজব ছড়িয়ে দিয়ে নিস্তব্ধ হয়ে যাবে।কেননা অতিতে এরকম অনেক সুখবর ফেলেও আমরা বাস্তবায়ন দেখেনি মহেশখালীর জনসাধারণ ।

তবে আবার অনেকেই বলছেন সরকারের কাছে যেহেতু বারংবার মহেশখালী-কক্সবাজার নৌপথে সেতু বা টানেল করার প্রস্তাব গিয়েছে এটি বাস্তবায়নও হতে পারে।

তবে প্রশ্নটি এখানেই,৫ লক্ষাধিক মানুষের জন্য কি সরকার এতোটাকা ব্যয় করে সেতু বা টানেল নির্মাণ করবে..?উন্নয়নের মহাযজ্ঞে দেশ যেহেতু এগিয়ে যাচ্ছে দ্বীপের মানুষের বহুদিনের স্বপ্ন হয়তো বাস্তবায়নও করতে পারে।

যে ৫টি সেতুর জন্য এনডিবিতে ঋণ প্রস্তাব পাঠানো হয়েছে ১) বরিশালের সঙ্গে ভোলার সংযোগ স্থাপনে একটি সেতু।২) পাটুরিয়া-গোয়ালন্দ দ্বিতীয় পদ্মা সেতু।৩) বাকেরগঞ্জ-বাউফল সড়কে কারখানা নদীর উপর একটি সেতু। ৪) মেঘনা নদীর উপর ভোলা-লক্ষ্মীপুর সড়কে একটি সেতু।৫) কক্সবাজারের মহেশখালী চ্যানেলের উপর একটি টানেল বা সেতু। সব মিলিয়ে পাঁচ প্রকল্পে আনুমানিক ৮.৮৭ বিলিয়ন ডলার ব্যয় হতে পারে বলে সেতু বিভাগ সূত্রে জানা গেছে।

0/একটি মন্তব্য / মন্তব্য পোস্ট করুন