টেকসই বেড়িবাঁধ নির্মাণের দাবিতে মানববন্ধন



কক্সবাজার সদর এর চৌফলদন্ডি ব্রিজ সংলগ্ন এলাকায় টেকসই বেড়িবাঁধ নির্মাণের দাবীতে ইপসা বিল্ডিং এজেন্সি অফ ইয়ুথ ইনক্লাইমেট একশন প্রজেক্ট এর সহযোগিতায় ইয়াসিদ চৌফলদন্ডি ইয়ুথ টিম আয়োজিত মানববন্ধন অনুষ্ঠিত হয়।

"ত্রাণ চাই না বেড়িবাঁধ চাই, ভাসতে চাই না আশ্রয়কেন্দ্র চাই"এই স্লোগানের মাধ্যমে মানব বন্ধনের সূচনা হয়। চৌফলদন্ডি ইউনিয়নের ৫০ হাজার মানুষের একটা দাবি একটি টেকসই বেড়ীবাঁধ।

সেসময় উপস্থিত -চৌফলদন্ডি ইউনিয়নের চেয়ারম্যান জনাব মুজিবুর রহমান ইয়াসিদের নির্বাহী পরিচালক কাইছার হামিদকে ধন্যবাদ জানিয়ে বলেন "কাইছার ভাই এর মাথায় যে সুন্দর সুন্দর চিন্তাভাবনা গুলো আসে সেগুলো বহিঃপ্রকাশ করার জন্য ওনি কক্সবাজারের বিভিন্ন প্রান্তে কাজ করেন। আমি আমার ইউনিয়ন বাসীর পক্ষ থেকে এবং আমি ব্যক্তিগত পক্ষ থেকে ওনাকে আন্তরিক ধন্যবাদ জানাচ্ছি। ওনার কাজকর্ম আমি উপলব্ধি করি, বিভিন্ন পেইজে ওনার কাজ গুলো দেখে আমার খুব ভালো লাগে। বেড়িবাঁধটা হলো আমাদের প্রাণের দাবি। চৌফলদন্ডী এলাকার পঞ্চাশ হাজার মানুষের প্রাণের দাবি হলো "একটা টেকসই বেড়িবাঁধ চাই।" আমরা নির্বাচিত হয়ে আসার পর থেকে বিভিন্ন মিছিল মিটিং এ বেড়িবাঁধের কথা বলে আসতেছি এবং কাজ শুরু হয়ে গেছে। আমি চাইবো আমাদের প্রধান মন্ত্রী জননেত্রী শেখ হাসিনা গ্রামকে শহরে পরিণত করার জন্য যে উদ্যোগ হাতে নিয়েছেন তার মধ্যে আমাদের প্রথম দাবি হলো একটা টেকসই বেড়িবাঁধ। এই বেড়িবাঁধের কারণে আমার লবণ ও কৃষি শিল্প ধ্বংস হয়ে যায়। যেহেতু আমার পার্শ্ববর্তী ইউনিয়ন পোকখালী, জালালাবাদ, ইসলামাবাদ, ইসলামপুর এই অঞ্চলটা একমাত্র বেড়িবাঁধ এর উপর নির্ভর করে। তাই সাইক্লোন, জলোচ্ছ্বাস এর ফলে পানি আমাদের চাষের উপর চলে আসে। এতে মানুষের প্রচুর ক্ষয়ক্ষতি হয়। জীবিকা নির্বাহের জন্য আমাদের একমাত্র মাধ্যম হলো লবণ ও ধান। দুটো নিয়েই আমরা বেঁচে আছি এই বেড়িবাঁধ এর উপরে। এই বেড়িবাঁধটা যখন টেকসই হবে আমাদের আর কোনো ত্রাণের প্রয়োজন হবে না ইনশাআল্লাহ। আমরা আমাদের জমি চাষ করে স্বনির্ভর হতে পারব।"

উপস্থিত চৌফলদন্ডী ইউনিয়নের ৯ নং ওয়ার্ডের এনইউপি জনাব মঞ্জুর আলম বলেন- দীর্ঘ ৪০ বছর ধরে চেষ্টা করে আসতেছে একটি টেকসই বেড়ীবাঁধ এর জন্য, তিনি মাননীয় প্রধানমন্ত্রীর কাছে দৃষ্টি আকর্ষণ করেন যেন অবিলম্বে একটি টেকসই বেড়ীবাঁধ নির্মাণ হয়।

এছাড়াও চৌফলদন্ডী ইউনিয়নের ২ নং ওয়ার্ডের এনইউপি জনাব নাসির উদ্দিন টেকসই বেড়ীবাঁধ এবং চৌফলদন্ডি একটি মডেল ইউনিয়ন হবে এই আশাবাদ ব্যক্ত করেন।

সেসময় চৌফলদন্ডী ইউনিয়নের সংরক্ষিত মহিলা মেম্বার জনাব গুলজার বেগম প্রশাসনের কাছে আকুল আবেদন রাখেন যেন যত দ্রুত সম্ভব একটি টেকসই বেড়িবাঁধ নির্মাণ হয়।

এছাড়াও ইয়াসিদের নির্বাহী পরিচালক কাইছার হামিদ জানায়:- "এই ইউনিয়নের সমস্যা গুলো সমাধান করার জন্য আমাদের নিজেদেরকে একত্রিত হয়ে হতে হবে। এখানে যারা তরুণরা আছেন এবং যারা সমাজের নেতৃত্ব দিচ্ছেন সবাইকে এগিয়ে আসতে হবে বিশেষ করে চৌফলদন্ডিতে বেড়িবাঁধের সমস্যা দীর্ঘদিন ধরে রয়েছে। তরুণদের ও অসাধারণ জনগণের উপস্থিতিতে আজকের যে মানববন্ধন হয়েছে অতি শীগ্রই যেন কাজ শুরু হয়। এখানে এই বেড়িবাঁধকে ঘিরে অনেকেই জীবিকা নির্বাহ করে আসছে যেমন কৃষি চাষ ও লবণ চাষ হয়।আমরা চাই সাধারণ মানুষ চিন্তামুক্ত এবং স্বনির্ভর হয়ে শান্তিতে জীবনযাপন করে।"

0/একটি মন্তব্য / মন্তব্য পোস্ট করুন