ত্রাণ নয়-টেকসই বেড়িবাঁধ চাই’ স্লোগানে মানব বন্ধনে - যুব স্বেচ্ছাসেবী





২৫ জানুয়ারি-২০২৪ বৃহস্পতিবার সকাল ১০টায় মহেশখালী কুতুবজোম ইউনিয়নের ঘাটিভাঙ্গা এলাকার বাসিন্দা এবং যুব স্বেচ্ছাসেবীগণ ত্রাণ নয়-টেকসই বেড়িবাঁধ চাই’ স্লোগানে মানব বন্ধন করে। এসময় তরুণরা জলবায়ু পরিবর্তনের প্রভাব ও একজন মানুষ হিসেবে করণীয় পদক্ষেপ বিষয়ে স্থানীয়দের সচেতন করতে প্রচারনা চালান। ইয়াসিদের আয়োজনে এই কার্যক্রমটিতে সার্বিক সহযোগিতা করছেন ব্রিটিশ কাউন্সিল বাংলাদেশ ও ইয়াং পাওয়ার ইন সোস্যাল একশন (ইপসা)।

জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাব পড়েছে সমগ্র বিশ্বে। এর পেছনে অনেকাংশেই মানুষের ভূমিকা রয়েছে । তাই পরিবেশ সুরক্ষায় সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে মহেশখালীতে 'ত্রাণ নয়-টেকসই বেড়িবাঁধ চাই’ স্লোগানে মানবন্ধন করেছেন ইয়াসিদের প্রশিক্ষণ প্রাপ্ত যুব স্বেচ্ছাসেবীরা। মানব বন্ধনে অংশ নেন স্থানীয় ভুক্তভোগী, সাধারণ জনগণ।আরো উপস্থিত ছিলেন ইয়াসিদের স্বেচ্ছাসেবীরা যারা প্রত্যেকেই যুব নেতৃত্ব ও জলবায়ু পরিবর্তনে যুবদের ভূমিকা শীর্ষক প্রশিক্ষণ সম্পন্ন করে এই সামাজিক উদ্যোগ বাস্তবায়ন করছেন।

ঘাটিভাঙ্গা এলাকার মানুষরা একটি টেকসই বেড়ীবাঁধের অভাবে প্রতিবছর বন্যায় এবং জোয়ারের পানিতে ভাসে যাচ্ছে। আতংকে থাকে সবসময়, কেউ ভালো নেই। এই সমস্যার সমাধান খুজঁতে আজকের এই মানব বন্ধন।

মানব বন্ধনে থাকা একজন বৃদ্ধা মহিলা জানায়;- " আমরা রান্না করতে পারি না নোনাপানির জন্য , পানি খাইতে পারি না,অনেক কষ্টে পানি সংগ্রহ করতে হয়। আমরা আর কিছু চাই না আমরা একটা বেড়িবাঁধ চাই।"

0/একটি মন্তব্য / মন্তব্য পোস্ট করুন