কক্সবাজারে গানে গানে পরিবেশ সুরক্ষায় যুব স্বেচ্ছাসেবীরা
আজ রবিবার সকালে 'যুব নেতৃত্ব ও জলবায়ু স্বাক্ষরতা' বিষয়ক কর্মশালা হতে প্রশিক্ষণ প্রাপ্ত ইয়াসিদের একটি ভলান্টিয়ার দল পরিবেশ সুরক্ষায় বর্জ্য ব্যবস্থাপনা, সমুদ্র সৈকতকে আবর্জনা মুক্ত করা, মানব সৃষ্ট কর্মে জলবায়ুর নেতিবাচক প্রভাব, করণীয় পদক্ষেপ ও সচেতনতা বৃদ্ধিতে গানে গানে সমুদ্র সৈকত পরিষ্কারের অভিযান পরিচালনা করেন। উক্ত কার্যক্রমটি ব্রিটিশ কাউন্সিল ও ইয়াং পাওয়ার ইন সোশ্যাল একশন - ইপসা এর সহযোগিতায় ও ইয়াসিদের আয়োজনে অনুষ্ঠিত হয়।
যেহেতু জলবায়ুর নেতিবাচক পরিবর্তনের জন্য মানুষি বেশিরভাগ দায়ী সেহেতু মানুষ সচেতন হলে কিছুটা নিয়ন্ত্রণে আসবে। সুস্থভাবে বেঁচে থাকতে হলে পরিবেশ সুরক্ষা জরুরি যেমন পরিবেশ পরিচ্ছন্ন রাখা, গাছ লাগানো এসব বিষয়ে সঠিক জ্ঞান থাকা জরুরি। মানুষদের
জলবায়ু পরিবর্তনের প্রভাব মোকাবেলায় সম্মিলিত উদ্যোগ গ্রহণের তাগিদে যুব নেতাদের ঐক্যমত ও বাস্তবায়নের জন্য নানা কৌশল অবলম্বন করতেছে। তার মধ্যে একটি টেকসই কৌশল হলো গানের ছন্দে সমুদ্র সৈকত পরিস্কার।
এই উদ্যোগটি দেখে একজন পর্যটক জানায়:- " আমার তোমাদের সুন্দর উদ্যোগটি দেখে সত্যিই অনেক ভালো লাগছে। এই যে তোমাদের গানে গানে সচেতন বৃদ্ধি ও সমুদ্র সৈকত পরিচ্ছন্নের ব্যাপারটা খুবই ইউনিক, সত্যি প্রশংসার যোগ্য,এগিয়ে যাও। আসলে আমাদের সকলকে সমুদ্রের সুরক্ষার্থে সম্মিলিতভাবে এগিয়ে আসা উচিত।"
Post a Comment