ঘূর্ণিঝড় হামুন মোকাবেলায় প্রস্তুত মহেশখালী উপজেলা প্রশাসন
বঙ্গোপসাগরে সৃষ্ট ঘূর্ণিঝড় হামুন মোকাবেলায় সকল প্রকার প্রস্তুতি সম্পন্ন করেছেন মহেশখালী উপজেলা প্রশাসন।
আজ দুপুরে এবং সন্ধ্যায় উপজেলা প্রশাসন ও উপজেলা দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির প্রস্তুতি ও জরুরি সভা অনুষ্ঠিত হয়েছে। উপজেলা পরিষদ মিলনায়তনে অনুষ্ঠিত এ সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মীকি মারমা ।
এ সময় উপজেলা সহকারী কমিশনার (ভূমি) তাছবির হোসেন, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা কাউসার আহমেদ, ছোট মহেশখালী ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান রিয়ানুল ইসলাম মঈন শিকদার, কুতুবজোম ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান এডভোকেট শেখ কামাল, ঘূর্ণিঝড় প্রস্তুতি কর্মসূচী'র উপজেলা টিম লিডার ডাঃ ওসমান সরওয়ার, মাহামুদুল হক, ডাঃ সলিমুল্লাহ, মহেশখালী প্রেসক্লাবের সভাপতি আবুল বশর পারভেজ, সিনিয়র সাংবাদিক আমিনুল হক, সমাজসেবা কর্মকর্তা দিদারুল ইসলাম, কুতুবজোম ইউনিয়ন পরিষদ সচিব মোহাম্মদ রশিদ, সহ উপজেলা দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির সদস্যগণ ও সিপিপি সদস্যগণ উপস্থিত ছিলেন। সভায় ইউএনও মীকি মারমা ঘূর্ণিঝড় হামুন মোকাবেলায় সবাইকে সতর্ক থাকার আহ্বান জানিয়েছেন।
এ ব্যাপারে মহেশখালী পৌরসভা ও সকল ইউনিয়নে মাইকিং সহ সকল সাইক্লোন সেল্টার খোলা রাখা এবং শুকনো খাবার মওজুদ রাখার উপর গুরুত্বারোপ করা হয়। মহেশখালী উপজেলায় একটি কন্ট্রোল রুম খোলা হয়েছে। ঝুঁকিপূর্ণ এলাকায় বসবাসরতদের নিরাপদ স্থানে সরিয়ে নিতে উপজেলা প্রশাসন থেকে নির্দেশ দেওয়া হয়েছে।
Post a Comment