ব্লাড কমিউনিটি ফাউন্ডেশনের উদ্যোগে ফ্রি ব্লাড ক্যাম্পেইন অনুষ্ঠিত।


"মানবতার টানে, ভয় নাই রক্ত দানে” এই স্লোগান কে সামনে রেখে রক্তদানে উৎসাহকরণের লক্ষ্যে কক্সবাজার জেলার অন‍্যতম স্বেচ্ছাসেবী সংগঠন "ব্লাড কমিউনিটি ফাউন্ডেশন" কক্সবাজার জেলার মহেশখালী উপজেলার হোয়ানক ইউনিয়নের হরিয়ার ছড়া বেসরকারি প্রাথমিক বিদ্যালয় এবং চানমিয়া হাফেজিয়া এতিমখানা ছাত্র/ছাত্রীদের ফ্রি ব্লাড গ্রুপ নির্ণয় ক্যাম্পেইন”এর উদ্যোগ গ্রহণ করেছে।

সোমবার (১১ সেপ্টেম্বর) সকাল ১১টায় থেকে বিকাল ৫টা পর্যন্ত আয়োজিত ফ্রি ব্লাড গ্রুপ নির্ণয় ক্যাম্পেইন অনুষ্ঠিত হয়। হরিয়ার ছড়া বেসরকারি প্রাথমিক বিদ্যালয় এবং চানমিয়া হাফেজিয়া এতিম কানা প্রায় ৪৫০ জন শিক্ষার্থীর রক্তের গ্রুপ নির্ণয় করা হয়।


এতে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন ব্লাড কমিউনিটি ফাউন্ডেশনের উপদেষ্টা এনামুল হক। উক্ত ফ্রি ব্লাড নির্ণয় ক্যাম্পেইনে উপস্থিত ছিলেন ব্লাড কমিউনিটি ফাউন্ডশনের
এডমিন, মিজান মুশাররফ ও মোহাম্মদ রাসেল। আরও উপস্থিত ছিলেন,আফিফ রায়হান আফিফ,শ্রী তন্নয় সুশীল,এম আব্দুল শুক্কুর শাহীন .জাহাজ্ঞীর আলম.সাবিন শাহ্ .মুমিন সহ প্রমুখ।


রক্তের গ্রুপ নির্ণয় করতে আসা কয়েকজন শিক্ষার্থী এবং স্কুলের শিক্ষকরা এ উদ্যোগকে স্বাগত জানিয়ে বলেন, ব্লাড কমিউনিটি ফাউন্ডেশন “বিনামূল্যে রক্তের গ্রুপ নির্ণয় এটি খুব ভালো একটি উদ্যোগ নিয়েছে। যার ফলে আমাদের ছেলে মেয়ে অনেকের ব্লাড গ্রুপ জানতে পেরেছি। পাশাপাশি আমাদের পরিবার কিংবা আমাদের কোনো আত্মীয়-স্বজনের জন্য রক্ত লাগলে আমরা রক্ত দিতে পারবো।

ক্যাম্পেইনের বিষয়ে সংগঠনের প্রতিষ্ঠাতা সাদেতুল মোস্তাফা বলেন আমাদের লক্ষ হচ্ছে মানুষকে রক্তের গ্রুপ জানিয়ে দাওয়া এবং রক্তদানে উৎসাহিত করা । আমরা সব সময় বিভিন্ন জায়গায় ফ্রি ব্লাড ক্যাম্পেইনের উদ্যোগ গ্রহণ করি। মহেশখালীর বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানে এই কার্যক্রম করে আসতেছি এবং আগামীতে আমাদের এই কার্যক্রম চলবে। আজ আমরা প্রায় ৪৫০জন শিক্ষার্থীর রক্তের গ্রুপ নির্ণয় করেছি। বর্তমানে যেকোন কাজেই রক্তের গ্রুপ প্রয়োজন হচ্ছে। মানুষেরা অধিকাংশই তাদের রক্তের গ্রুপ সম্পর্কে অবহিত না। বিশেষ করে স্কুল-কলেজের শিক্ষার্থীরাও অনেকে তাদের রক্তের গ্রুপ জানে না। এজন্য আমরা তাদেরকে রক্তের গ্রুপ নির্ণয় ও রক্তদানে উৎসাাহিত করতে ফ্রী ব্লাড গ্রুপিং ক্যাম্পেইনের আয়োজন করেছি।

0/একটি মন্তব্য / মন্তব্য পোস্ট করুন