লাইলাতুন নিসফি মিন শাবান


বিশুদ্ধ হাদিসমতে 'লাইলাতুন নিসফি মিন শাবান' মুসলমানদের জন্য এমন একটি পবিত্র রাত, যে রাতে শিরক ও হিংসা থেকে মুক্ত সকল বান্দাকে আল্লাহ তাআলার পক্ষ থেকে ক্ষমা করে দেওয়া হয়। অতএব, যে ব্যক্তির ইমানে শিরক নাই এবং হৃদয়ে হিংসা নাই, এই পবিত্র রাতে সে নির্দ্বিধায় ক্ষমা পেয়ে যাবে।


এই রাতের বিশেষ কোনো আমল নিয়ে বিশুদ্ধ হাদিস না থাকলেও, কিছু দুর্বল বর্ণনা পাওয়া যায়। আর কোনো বিষয়ে বিশুদ্ধ হাদিস না পাওয়া গেলে, সেই বিষয়ের দুর্বল হাদিসের উপর কেউ যদি আমল করে, তাকে নিষেধ করা যাবে না। একইভাবে, দুর্বল হাদিসের উপর কেউ যদি আমল না করে, তাকে বাধ্যও করা যাবে না।

দুর্বল হাদিসগুলোতে তিনটি আমল পাওয়া যায়:—

১. দুআ (একাকী)

২. নফল নামাজ ও তাহাজ্জুদ (একাকী)

৩. কবর জিয়ারত (একাকী)

রাসুলুল্লাহ (স.) উপর্যুক্ত তিনটি আমল আনুষ্ঠানিকভাবে করেননি; একাকী করেছেন, ঘরে করেছেন। অতএব, আমরা যে আমলই করি না কেন, তা অবশ্যই সুন্নাহভিত্তিক হতে হবে (আনুষ্ঠানিকতা বর্জনীয়)।

সবচেয়ে বড়ো কথা হলো— এই তিনটি আমল আমরা অন্যান্য রাতেও করতে পারি, তাতে কোনো অসুবিধা নাই।আল্লাহ আমাদের শিরকমুক্ত ইমান ও হিংসামুক্ত হৃদয় দান করুন।

🖋️ সাইফ সালমান, মহেশখালী

0/একটি মন্তব্য / মন্তব্য পোস্ট করুন