নেতারা চাইলেই দেশে শিক্ষিত বেকারদের বেকারত্ব কমিয়ে আনা সম্ভব
মন্ত্রী,এমপি, মেয়র, চেয়ারম্যান সব নেতারাই ভোটের পূর্বে জনগণকে প্রতিশ্রুতি দেয় আমি নির্বাচিত হলে আমার এলাকায় রোড করে দেব এই করে দেব সেই করে দেব। কিন্তু কোনো নেতাকে এ যাবৎ বলতে শুনিনি আমি আমার এলাকার মানুষদের জন্য কর্মসংস্থানের ব্যবস্থা করব, বেকারত্বের হার কমিয়ে আনব, শিক্ষিত ছেলেদের জন্য চাকরির ব্যবস্থা করব।
একজন ক্ষমতাবান নেতা চাইলেই পারেন কিন্তু তাঁরা এসব বিষয় নিয়ে মাথা ঘামায় না। হেতু নেতারা জনগণকে তাঁদের দাস বানিয়ে রাখতে চায়,জনগণ চিরদিন তাঁদের অনুগত থাকুক সেটাই আমাদের নেতারা চায়। ওইটা যে আমার দেশের নেতাদের জঘন্যতম একটি পলিসি সেটা কিন্তু জনগণ কোনোদিনও উপলব্ধি করে না। ওই পলিসি কোনো রাষ্ট্রের ক্ষমতাসীনরা অনুসরণ করে না একমাত্র বাংলাদেশের ক্ষমতাসীনরা ছাড়া।
আমার মতে রোড ঘাটের উন্নয়ন করার আগে জনগণের কর্মসংস্থানের ব্যবস্থা করা জরুরি, আপনারা রোড ঘাটের উন্নয়ন করবেন আর আপনার দেশের লোকেরা না খেয়ে মরে যাচ্ছে সে দেশে সেই উন্নয়নের কোনো মূল্য আছে কি? হ্যাঁ আমাদের কাছে সেই উন্নয়নের মূল্য নাই কিন্তু আপনাদের কাছে সেই উন্নয়নের মূল্য আছে। কারণ উন্নয়ন হচ্ছে আপনাদের প্রধান পলিসি। দেশের জনগণ না খেয়ে মরে গেলেও তা জাতিসংঘ বা অন্যান্য উন্নত রাষ্ট্র দেখবে না, কিন্তু দেশে রোড ঘাটের উন্নয়ন করলে সেসব নিয়ে উন্নত রাষ্ট্রের মিডিয়ারা আপনাদের নামে নিউজ ছাপাবে।
উন্নয়নের দিকে এগিয়ে যাচ্ছে বাংলাদেশ এটা নিয়ে শিরোনাম হবে। আর সমস্ত ক্রেডিট আপনারা নেতারাই পাবেন।আর ওইদিকে কর্মহীন মানুষেরা যে না খেয়ে মরে যাচ্ছে তা কিন্তু তাঁরা দেখছে না, তা নিয়ে মিডিয়া শিরোনাম করবে না। কারণ মিডিয়া বাহ্যিকভাবে যা দেখে তা নিয়েই শিরোনাম করে। আমার দেশের নেতারা শুধু নিজেদের নিয়ে ভাবে জনগণ নিয়ে ভাবে না। জনগণের কথা তাঁদের মনে থাকে ভোটের বেলায়, ভোট শেষে জনগণকে তাঁরা মনে করে তাঁদের লালিত দাস।
Post a Comment