মহেশখালীতে ৬২১৬৬ জন শিশুকে ভিটামিন এ’ প্লাস ক্যাপসুল খাওয়ানো হয়েছে
এম বশির উল্লাহ, মহেশখালী,
কক্সবাজার জেলার মহেশখালী উপজেলায় জাতীয় ভিটামিন এ প্লাস ক্যাম্পেইন উপলক্ষে অবহিতকরণ ও পরিকল্পনা সভা অনুষ্ঠিত হয়েছে।
উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের উদ্যোগে রোববার (১৯ ফেব্রুয়ারি) সকাল সাড়ে ১১ টায় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স মিলনায়তনে ইপিআই কর্মকর্তা নুরুল আলম হেলালী সঞ্চালনায় উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মোহাম্মদ মাহফুজুল হকের সভাপতিত্বে এসময় আবাসিক মেডিকেল অফিসার ডা.ফাহিম শাহরিয়ার শাওন, মেডিকেল অফিসার ডা. মোহাম্মদ আজমল হুদা, উপজেলা শিক্ষা কর্মকর্তা বভরঞ্জন দাস, স্বাস্থ্য পরিদর্শক সুজিত কান্তি দে, হুপ ফাউন্ডেশনের নিউট্রেশন মোহাম্মদ রাসেল, মহেশখালী মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক গিয়াস উদ্দিন, মহেশখালী প্রেস ক্লাবের সভাপতি আবুল বশর পারভেজ সহ উপজেলা স্বাস্থ্য বিভাগের কর্মকর্তা গণউপস্থিত ছিলেন।
উপজেলা স্বাস্থ্য বিভাগ সূত্রে জানা যায়, শিশু মৃত্যুর ঝুঁকি কমানোর লক্ষ্যে ২০ ফেব্রুয়ারি (সোমবার) দিনব্যাপি জাতীয় ভিটামিন এ প্লাস ক্যাম্পেইন উপলক্ষে সারাদেশের ন্যায় মহেশখালী উপজেলার ২১৯ টি কেন্দ্রে ৬-১১ মাস বয়সী শিশুকে ১ টি করে নীল রঙের ভিটামিন এ ক্যাপসুল ৭৬৬৮ জনকে খাওয়ানো হবে এবং ১২-৫৯ মাস বয়সী ৫৪৪৯৮ জন শিশুকে লাল রঙের ক্যাপসুল খাওয়ানো হবে।
সর্বমোট ৬২১৬৬ জন শিশুকে এই ক্যাপসুল খাওয়ানো হবে।
Post a Comment