আস্থা ফাউন্ডেশনের উদ্যোগে শিক্ষা উপকরণ বিতরণ


যে যত বেশি জ্ঞান অর্জন করবে, সে জাতি তত বেশি উন্নত স্তরে পৌছাবে।)

১৯ ফেব্রুয়ারী রবিবার কক্সবাজার শহরের বিভিন্ন স্কুলের দরিদ্র ও মেধাবী কোমলমতি শিক্ষার্থীদের মাঝে শিক্ষা উপকরণ বিতরণ করে কক্সবাজারের মানবিক ও সামাজিক সংগঠন আস্থা ফাউন্ডেশন।


কক্সবাজার উন্নয়ন কর্তৃপক্ষের মাল্টিপারপাস হলরুমে আয়োজিত উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কক্সবাজার উন্নয়ন কর্তৃপক্ষের সম্মানিত চেয়ারম্যান কমোডর কমোডর মোহাম্মদ নুরুর আবছার।

আস্থা ফাউন্ডেশনের সভাপতি এড.দেলোয়ার হোসাইনের সভাপতিত্বে অনুষ্টিত অনুষ্টানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা শিক্ষা কর্মকর্তা মোঃ নাসির উদ্দিন, কক্সাবাজার জেলা যুব উন্নয়ন অধিদপ্তরের সহকারি পরিচালক মাহবুবুর রহমান।

প্রধান অতিথির বক্তব্যে কমোডর মোহাম্মদ নুরুল আবছার বলেন, এমন স্বপ্ন দেখতে হবে, যে স্বপ্ন আপনাকে ঘুমাতে দিবে না। কউক চেয়ারম্যান এসময় আস্থা ফাউন্ডেশন অনেক প্রশংসাযোগ্য কাজ করছেন বলে উল্লেখ করেন। এছাড়াও একবিংশ শতাব্দীর চ্যালেঞ্জ মোকাবেলায় আস্থা ফাউন্ডেশন এর মত আরো অনেক সংঘঠনকে এগিয়ে আসতে হবে বলে মন্তব্য করেন। এসময় কক্সবাজারকে একটি উন্নত পর্যটন শহর হিসেবে গড়ে তুলতে কউকের বিভিন্ন উদ্যোগের কথা তিনি তোলে ধরেন।

বিশেষ অতিতির বক্তাগন তাদের বক্তব্যে আস্থা ফাউন্ডশন এর কর্মকান্ডের প্রসংশা করেন এবং সংঘঠনের অগ্রযাত্রায় পাশে থাকার আশ্বাস প্রদান করেন।

পরে অতিথিবৃন্দ বিভিন্ন শিক্ষা প্রতিষ্টানের কোমলমতি শিশুদের মাঝে শিক্ষা উপকরণ বিতরণ করেন।

উল্লেখ্য আস্থা ফাউন্ডেশন কক্সবাজারের একটি সামাজিক সংগঠন। সমাজের পিছিয়ে জনগোষ্ঠীর পাশে দাড়ানো এবং আর্থসামাজিক টেঁকসই উন্নয়নের লক্ষ্যে গঠিত এই সংগঠন ২০১৯ সালে যাত্রা শুরু করে।

ইতোমধ্যে সংগঠনটি বিভিন্ন সামাজিক কাজে অংশগ্রহণ করে প্রশংসা কুড়িয়েছে বিশেষ করে করোনা কালীন সময়ে জরুরী খাদ্য সহায়তা নিয়ে কর্মহীন মানুষের পাশে দাড়ানো, বিভিন্ন প্রশিক্ষনের মাধম্যে শিক্ষার্থীদের দক্ষতা উন্নয়নে অবিরত কাজ করে যাচ্ছে। ভবিষ্যতে আস্থা ফাউন্ডেশন শহরের বজ্য ব্যবস্থাপনা, ট্রাপিক সিস্টেম উন্নয়ন ও টুরিজ্যম বিষয়ে কাজ করার পরিকল্পনা নিয়ে এগিয়ে যাচ্ছে।

0/একটি মন্তব্য / মন্তব্য পোস্ট করুন