বিজয়ের পুথিঁ
অর্ধ শতাব্দী ধরে জয় বাংলা র স্লোগানে চলছে বাংলা -
দামাল বাঙ্গালীর রক্তের দাগ যেন এক একটা মুক্তির মালা।
শোষিত ছিলাম মুক্তির ডাক দিয়েছে পিতা মুজিব কবিতা হাতে,
মুক্তির বাণী র মর্মবুঝি মোরা -ইতিহাসের পাতায় পাতায়
বাঙালির রক্তকণিকা উর্ধ্ব শিহরণ জেগেছিল মুজিবের সেই কবিতায়!
শ্রদ্ধা র মস্তক নত করি স্বদেশের মুক্তির তরে দিয়েছে যারা প্রাণ,
অনন্য হয়ে বেঁচে রবে গেয়ে যাবো শ্রদ্ধাশিক্ত শান!
স্বাধীন মোরা -স্বাধীন ভাবে ই চলুক তবে আলোর পথে পথচলা!
মুক্তির বেদীতে উচ্চারিত হোক শতাব্দী থেকে শতাব্দী জয় বাংলা,
লাল সবুজের উড়ছে নিশান, কাঁদা মাখা মেঠো পথের ধারে কিংবা স্বঘোষিত উদ্যানে,
শুভেচ্ছাময় ভালোবাসা ছড়িয়ে যাক কোটি বাঙালির প্রাণে।
রক্তের দাগ শুকিয়ে যাক স্বৈরাচারী যত ছাড় বাংলা ছাড়,
ভেঙ্গে পেল স্বঘোষিত খাদকের কারাগার।
তাক্ দুমাদুম তালে বাজে বিজয়ী প্রভাতে বাংলা মায়ের ঢোল,
উন্নয়নের রথে যাক বাংলা এগিয়ে বিশ্ববাসী আমন্ত্রণের দ্বার খোল।
Post a Comment