মাননীয় প্রধানমন্ত্রী কক্সবাজারে আগমনে কক্সবাজারবাসীর প্রাণের দাবি সমূহ


১)কক্সবাজারের প্রাণ প্রকৃতি রক্ষা করতে হবে।

ইসিএ এলাকায় নির্মিত সকল স্থাপনা উচ্ছেদ করতে হবে। সমুদ্র সৈকতকে দ্বিখণ্ডিত করে নির্মিত জেটি দ্রুত অপসারণ করতে হবে।

২) কক্সবাজার মেডিকেল কলেজে ৫০০শয্যার পূর্ণাঙ্গ হাসপাতাল চালু করতে হবে।

৩) কক্সবাজারে পাবলিক বিশ্ববিদ্যালয় স্থাপন করতে হবে।

৪) কক্সাবাজার পর্যটন কর্মীদের নিয়োগপত্র ও লেবার কোর্ট স্থাপন করতে হবে।

৫) মহেশখালী কক্সবাজার সংযোগ সেতু নির্মাণ করতে হবে।

৬) কক্সবাজারকে "পর্যটন রাজধানী" ঘোষণা করা ও পর্যটন মন্ত্রণালয়ের কার্যালয় কক্সবাজারে স্থানান্তর করতে হবে।

৭) লবন শিল্প রক্ষা ও লবণে ন্যায্য মূল্য দিতে হবে।

লবণ বোর্ড গঠন করতে হবে।

৮) কক্সবাজার পৌরসভাকে সিটি কর্পোরেশন এ উন্নিত করতে হবে।

৯) রামু চৌমুহনীকে পৌরসভা ঘোষণা করতে হবে।

১০) মগনামা ও কুতুবদিয়া ফেরি সার্ভিস চালু করতে হবে।

১১) নব গঠিত ঈদগাহ উপজেলায় ২৫০ শয্যার হাসপাতাল নির্মান করতে হবে।

১২) কক্সবাজারে পাহাড় প্রকৃতি রক্ষায় সকল বাহিনী ও সংশ্লিষ্ট বিভিন্ন সংস্থার সমন্ময়ে যৌথ টাস্কফোর্সে গঠন করতে হবে।

১৩) বাঁকখালী ও কোয়েলিয়া নদী দখল মুক্ত করতে নির্দেশ প্রদান করতে হবে।

১৪) কক্সবাজার শহরের মাঝখানে প্রস্তাবিত বিমান ঘাঁটি কক্সবাজার শহরের বাইরে স্থাপন করতে হবে।

0/একটি মন্তব্য / মন্তব্য পোস্ট করুন