মহেশখালীতে উপজেলা আওয়ামী লীগের সম্মেলন সম্পন্ন


মিজানুর রহমান: মহেশখালী


বঙ্গবন্ধু মহিলা কলেজ মাঠে মহেশখালী উপজেলার আওয়ামী লীগের সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। আজ বুধবার (১৬ নভেম্বর) সকাল ১০ টা থেকে উক্ত সম্মেলন অনুষ্ঠিত হয়।


উপজেলা আওয়ামী লীগের সভাপতি আনোয়ার পাশা চৌধুরীর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক আশেক উল্লাহ রফিকের সঞ্চালনায় অনুষ্ঠিত সম্মেলনে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন বাংলাদেশ আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক আবু সাঈদ আল মাহমুদ স্বপন। এবং বিশেষ অতিথির বক্তব্য রাখেন কেন্দ্রীয় আওয়ামী লীগের ধর্ম বিষয়ক সম্পাদক সিরাজুল মোস্তফা, ত্রাণ ও সমাজ কল্যাণ সম্পাদক সুজিত রায় নন্দী, সংসদ সদস্য জাফর আলম প্রমুখ।


সম্মেলন উদ্বোধন করেন জেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি ফরিদুল ইসলাম। প্রধান বক্তা ছিলেন জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মুজিবুর রহমান।


মহেশখালী উপজেলা আওয়ামী লীগের সম্মেলনে সভাপতি হয়েছে আনোয়ার পাশা চৌধুরী এবং সাধারণ সম্পাদক হয়েছে কালারমারছড়া ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান তারেক বিন ওসমান শরীফ।

0/একটি মন্তব্য / মন্তব্য পোস্ট করুন