ছাত্রলীগের ২১ জন সদস্য বিশিষ্ট নতুন কমিটি আত্মপ্রকাশ
মিজানুর রহমান: মহেশখালী
বাংলাদেশ ছাত্রলীগ কালারমারছড়া ইউনিয়ন শাখার আওতাধীন ৬নং ওয়ার্ডের নতুন কমিটি দেওয়া হয়েছে। আগামী ১ বছরের জন্য এ কমিটি অনুমোদন দেওয়া হয়।
নতুন এ কমিটির সভাপতি হলেন জয়নাল আবেদীন রনি ও সাধারন সম্পাদক হলেন মোহাম্মদ রেজাউল করিম রিপন।
সূত্র জানিয়েছে- কালারমারছড়া ইউনিয়ন শাখার আওয়াতাধীন কালারমারছড়া ৬নং ওয়ার্ডের ছাত্রলীগের নতুন কমিটি অনুমোদন দেওয়া হয়েছে। এতে জয়নাল আবেদীন রনিকে সভাপতি ও মোহাম্মদ রেজাউল করিম রিপনকে সাধারণ সম্পাদক করে ২১ সদস্য বিশিষ্ট কমিটি অনুমোদন দেওয়া হয়। গত (১৪ নভেম্বর ) কালারমারছড়া ইউনিয়ন ছাত্রলীগের আহবায়ক ফারদিন নাহিন শাকিল ও যুগ্ম আহবায়ক মোহাম্মদ এরশাদ স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে এ তথ্য জানানো হয়।
কমিটিতে জয়নাল আবেদীন রনিকে সভাপতি ও মোহাম্মদ রেজাউল করিম রিপনকে সাধারণ সম্পাদক করে মোট ২১ জন সদস্য বিশিষ্ট পুর্ণাঙ্গ কমিটি আগামী ১ বছরের জন্য অনুমোদন দেওয়া হয়।
বিষয়টি নিশ্চিত করে কালারমারছড়া ইউনিয়ন ছাত্রলীগের আহবায়ক ফারদিন নাহিন শাকিল বলেন, মাননীয় প্রধানমন্ত্রীর হাতকে শক্তিশালী করার জন্য ও সংগঠনে গতিশীলতা আনতে উক্ত ওয়ার্ডে ছাত্রলীগের কমিটি অনুমোদন দেওয়া হয়েছে । তারা আশাকরি সংগঠনের গতিশীলতা আনতে কাজ করবে।
এদিকে এ কমিটি ঘোষণার পর বিভিন্ন ব্যক্তি ও সংগঠন এ কমিটির নেতৃবৃন্দকে অভিনন্দন জানিয়েছেন।

Post a Comment