জাতীয় প্রাথমিক শিক্ষা পদকে ভূষিত হওয়া মহেশখালী উপজেলার শ্রেষ্ঠ সহকারী শিক্ষক ওসমান সরওয়ার কামালকে সংবর্ধনা প্রদান করেছে কাউবি-৯৪ বিজনেস ফোরাম।
কাউবি-৯৪ বিজনেস ফোরাম, কালারমারছড়া উচ্চ বিদ্যালয়ের ৯৪ ব্যাচের শিক্ষার্থীদের সংগঠন। কালারমারছড়া বাজারের মধুবন মিষ্টি বিতানে কাউবি ৯৪ বিজনেস ফোরামের সম্পাদকের সঞ্চালনায় অনুষ্ঠিত হওয়া এই সংবর্ধনায় উপস্থিত ছিলেন সোনালী লাইফ ইন্স্যুরেন্সের ব্রাঞ্চ ম্যানেজার নুরুল কামাল আকাশ। এছাড়াও কাউবি-৯৪ বিজনেস ফোরামের সদস্য নুরুল হক মেহেদী, মুহাম্মদ কায়ছার উদ্দিন, জসিম উদ্দিন রানা, মোহাম্মদ জহিরুল ইসলাম সহ অন্যান্যরা উপস্থিত ছিলেন।
উক্ত অনুষ্ঠানে সোনালী ইন্স্যুরেন্সের ব্রাঞ্চ ম্যানেজার নুরুল কামাল আকাশ বলেন, এরকম একটা অনুষ্ঠানে উপস্থিত হতে পেরে আনন্দিতবোধ করছি এবং জাতীয় শিক্ষা পদকে ভূষিত হওয়া মহেশখালীর শ্রেষ্ঠ শিক্ষকদের সংবর্ধনার আয়োজন একটি মহৎ উদ্যোগ।
মাস্টার ওসমাম সরওয়ার কামাল বলেন, কাউবি-৯৪ বিজনেস ফোরাম আমার ভালোবাসার একটা জায়গা। বন্ধুদের কাছ থেকে এমন ভালোবাসা পেয়ে আমি আনন্দিত। আমরা একে অপরের বিপদে পাশে থাকবো এবং এই সংগঠনের সাফল্য কামনা করছি।
Post a Comment