আজ থেকে মাইকে আজানের সুমধুর ধ্বনি শোনা যাবে জার্মানিতে।

জার্মানির কোলন শহরের এহরেনফেল্ড এলাকার কেন্দীয় মসজিদে মাইকে আজান দেওয়ার অনুমতি দিয়েছে নগর কতৃপক্ষ। গতকাল নগর দায়িত্বশীল এবং জার্মানে বসবাসরত তুর্কি নাগরিকদের সংগঠন ডিটিব এর মধ্যে পারস্পরিক একটা চুক্তি সাক্ষরিত হয়। এ চুক্তির আলোকে মাইকে জুমার আজানের ব্যাপারটি চূড়ান্ত হয়।

মাইকে আজান নিষিদ্ধ এই শহরে এটি একটি ব্যতিক্রমী সিদ্ধান্ত। নগর কতৃপক্ষের মতে, মুসলমানদের প্রতি সম্মান প্রদর্শন এবং ধর্মীয় এবং সামাজিক মূল্যবোধের ভিত্তিতে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এছাড়াও আরো জানা গিয়েছে, শুক্রবার ১২ টা থেকে ৩ টার মধ্যে সর্বোচ্চ পাঁচ মিনিট আজান দিতে পারবে মুসলিম কমিউনিটি।

তবে, এসময় শব্দের মাত্রা নির্ধারণ করে দিয়েছে কতৃপক্ষ। ৬০ ডেসিবেলের বেশি হওয়া যাবে না আজানের শব্দ। একটি পাইলট প্রকল্প হিশেবে এই চুক্তির মেয়াদকাল দুই বছর। শহর কতৃপক্ষের এই সিদ্ধান্তকে স্বাগত জানিয়েছে শহরে বসবাসরত মুসলিমরা। তাদের মতে, এই চুক্তির মাধ্যমে শহরের মুসলমানদের প্রতি সম্মাম প্রদর্শন করা হয়েছে এবং এটি ধর্মীয় রীতিনীতি পালনের স্বাধীনতার একটি উদাহরণ।




উল্লেখ্য, জার্মানে ৯০০ এর বেশি মসজিদ পরিচালনা করে তুর্কি সংগঠন ডিটিব। কোনল কেন্দ্রীয় মসজিদটি ২০১৮ সালে তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোয়ান উদ্ভোধন করেছিন।

0/একটি মন্তব্য / মন্তব্য পোস্ট করুন