বাজারঘাটা হতে ৪৪ হাজার পিস ইয়াবা ও নগদ টাকা সহ যুবক আটক।


নিজেস্ব প্রতিবেদক :

কক্সবাজার পৌরসভার বাজারঘাটাস্থ নাপিতের পুকুর পাড় এলাকা থেকে যুবককে আটক করেছে জেলা গোয়েন্দা পুলিশ।

৮ অক্টোবর (শনিবার) রাত সাড়ে ১১টায় কক্সবাজার জেলার পুলিশ সুপার মোঃ মাহফুজুল ইসলাম পিপিএম (বার) মহোদয়ের নির্দেশনায় জেলা গোয়েন্দা পুলিশের অফিসার ইনর্চাজ মোঃ সাইফুল আলমের নেতৃত্বে কক্সবাজার জেলা গোয়েন্দা পুলিশের একটি চৌকস টিম মাদক বিরোধী অভিযান চালিয়ে এক যুবকের কাছ থেকে ৪৪ হাজার পিস ইয়াবা এবং নগদ ৩৭ হাজার টাকা এবং আরো একটি মোবাইল ফোন উদ্ধার করে।।

গ্রেফতারকৃত আসামী হলো ঝিলংজা ইউপিস্থ পাওয়ার হাউস এলাকার বাসিন্দা আক্তার কামালের ছেলে মহিউদ্দিন (৪৫)।

স্থানীয়রা গণমাধ্যমকর্মীদের জানান- মহিউদ্দিন অনেক দিন যাবত এই ইয়াবা ব‍্যবসার সাথে যুক্ত এবং এর আগেও জেল খেটেছে।

পুলিশ কর্মকর্তা জানান- এই ব‍্যবসাটা তার পেশা হয় দাড়িয়েছে। তার বিরুদ্ধে কক্সবাজার থানায় নিয়মিত মামলা দায়েরের পরবর্তী আদালতে পাঠানো হবে।।


0/একটি মন্তব্য / মন্তব্য পোস্ট করুন