মিজানুর রহমান: কালারমারছড়া
দীর্ঘ ১১ বছর পর মহেশখালী উপজেলার বৃহত্তর ইউনিয়ন কালারমারছড়া ইউনিয়ন আওয়ামীলীগের ত্রি-বার্ষিক সম্মেলন ও কাউন্সিল অনুষ্ঠিত হতে যাচ্ছে।
আগামীকাল (০২ অক্টোবর) সকাল ১০টায় কালারমারছড়া সরকারী প্রাথমিক বিদ্যালয়ের মাঠে এই সম্মেলন অনুষ্ঠিত হবে। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন বাংলাদেশ আওয়ামীলীগ কেন্দ্রীয় সংসদের ধর্ম বিষয়ক সম্পাদক এড. সিরাজুল মোস্তফা। উদ্ভোধক হিসেবে উপস্থিত থাকবেন মহেশখালী উপজেলা আওয়ামিলীগের সভাপতি আলহাজ্ব আনোয়ার পাশা চৌধুরী। প্রধান বক্তা হিসেবে উপস্থিত থাকবেন মহেশখালী-কুতুবদিয়া আসনের সংসদ সদস্য ও মহেশখালী উপজেলা আওয়ামিলীগের সাধারণ সম্পাদক আলহাজ্ব আশেক উল্লাহ রফিক এমপি।
উক্ত সম্মেলনে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন কক্সবাজার জেলা আওয়ামীলীগের ভারপ্রাপ্ত সভাপতি এড. ফরিদুল ইসলাম চৌধুরী, সাধারণ সম্পাদক মেয়র মুজিবুর রহমান, সহ-সভাপতি আজিজুর রহমান বিএ, সদস্য বাংলাদেশ আওয়ামী কক্সবাজার জেলা মকসুদ মিয়া, আরো উপস্থিত থাকবেন যুগ্ম সাধারণ সম্পাদক মহেশখালী উপজেলা আওয়ামী লীগ মোহাম্মদ রুহুল আমিন, ৩নং কালারমারছড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান তারেক বিন ওসমান শরীফ, প্রচার ও প্রকাশনা সম্পাদক মহেশখালী উপজেলা আওয়ামী লীগ ছৈয়দুল কাদের প্রমুখ।
অনুষ্ঠানে সভাপতিত্ব করবেন কালারমারছড়া ইউনিয়ন আওয়ামীলীগের (ভারপ্রাপ্ত) সভাপতি আলহাজ্ব রশিদ আহমদ এবং সঞ্চালনা করবেন (ভারপ্রাপ্ত) সাধারণ সম্পাদক রমিজ উদ্দীন।
সম্মেলন ও কাউন্সিলে সভাপতি পদে ৩নং কালারমারছড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও সহসভাপতি কালারমারছড়া ইউনিয়ন আওয়ামী লীগ তারেক বিন ওসমান শরীফ, প্রার্থী হয়েছেন। এবং সাধারণ সম্পাদক পদে সদস্য মহেশখালী উপজেলা আওয়ামী লীগ হাসান বশির, সদস্য মহেশখালী উপজেলা আওয়ামী লীগ সরওয়ার আজিম, সাংগঠনিক সম্পাদক কালারমারছড়া ইউনিয়ন আওয়ামী লীগ নুরুল আলম টিপু, সাবেক যুগ্ম আহবায়ক কালারমারছড়া ইউনিয়ন আওয়ামী লীগ বদিউর আলম, সাবেক ছাত্র নেতা আলা উদ্দিন, প্রার্থী হয়েছেন।
Post a Comment