আরফাত হত্যার বিচারের দাবিতে চট্টগ্রাম প্রেস ক্লাব চত্বরে শিক্ষার্থীদের মানববন্ধন
মহেশখালী কলেজের মেধাবী শিক্ষার্থী আরাফাতের নৃশংস হত্যার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে মানববন্ধন করেছে চট্টগ্রামস্থ মহেশখালীর শিক্ষার্থীরা।
শুক্রবার বিকাল ৩ টায় চট্টগ্রাম প্রেসক্লাব চত্বরে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।
মানববন্ধনে বিশ্ববিদ্যালয় ও কলেজ পড়ুয়া প্রায় শতাধিক শিক্ষার্থী অংশ নেয়। আরফাতের হত্যার নিন্দা ও প্রতিবাদ জানিয়ে শিক্ষার্থীরা বিভিন্ন পোস্টার হাতে মানববন্ধনে অংশগ্রহণ করে।
এসময় চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী মোসলেম উদ্দীনের সঞ্চালনায় বক্তব্য রাখেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী জিদান মো. বাপ্পী, মো. হাছান, মামুনুর রশিদ, আবদুল হামিজ মির্জাসহ মেডিকেল টেকনোলজিস্ট আরাফাতের সহপাঠী তারেকুল মোস্তফা ও মো. রাজিন।
মানববন্ধনে বক্তারা মহেশখালীতে সম্প্রতি গণহারে খুনের যে রেওয়াজ উঠেছে তার নিন্দা জানান। এই হত্যাকান্ডের ফলে মহেশখালীর মতো মেগা প্রকল্প ভিত্তিক অঞ্চল বিদেশসহ পুরো দেশে সমালোচিত হচ্ছে বলে মন্তব্যও করেন। ঘনঘন খুনের রহস্য কি তা সকলের প্রশ্ন বলে দাবি করেন বক্তারা। তারা আরও বলেন, দেশ এখন উন্নতির পথে এগিয়ে চলছে, কিন্তু মহেশখালীর একটি চক্র খুনের মতো জঘন্য কাজে লিপ্ত হচ্ছে নিয়মিত।
এদিকে প্রতিদিন খবরের কাগজে মহেশখালীতে খুনের নিয়মিত ঘটনা শিক্ষার্থীদের কাছে খুবই লজ্জাজনক এবং বিব্রতকর বলে মন্তব্য করেন এক বক্তা। এই খুনের নেপথ্যে কারা এমন প্রশ্নও রেখেছেন তারা৷ এসময় কারো প্রভাবান্বিত না হয়ে প্রশাসনের কাছে সুষ্ঠু বিচারের দাবিও জানান মানববন্ধনকারীরা।
অপরদিকে আরফাতের পরিবারের আর্থিক সংকটের কথা উল্লেখ করে তার পরিবারকে সহযোগিতার হাত বাড়িয়ে দিতে জোর দাবি জানান বক্তারা। তারা বলেন, মৃত্যু কখনোই স্থায়ী সমাধান নয়, যেকোনো বিষয় প্রশাসনের সহযোগিতায় আলোচনা সাপেক্ষে মীমাংসা করে মানবিক ও সুন্দর জীবন যাপন করা উচিত।
এছাড়া, খুনিদের সর্বোচ্চ শাস্তির দাবির পাশাপাশি দ্রুত সময়ে বিচার কার্য সম্পন্ন না হলে পরবর্তীতে আরও কঠিন পদক্ষেপ নেওয়ার হুশিয়ারি উচ্চারণ করা হয় মানববন্ধন থেকে।
Post a Comment