কালারমারছড়ায় বিএনপি'র নবগঠিত আহবায়ক কমিটির পরিচিতি সভা


-মিজানুর রহমান, কালারমারছড়া।

বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির উপজেলা উপজেলার কালারমারছড়া ইউনিয়ন শাখার নবগঠিত আহবায়ক কমিটির পরিচিতি সভা অনুষ্ঠিত হয়েছে। 

শনিবার (২৪ সেপ্টেম্বর) কালারমারছড়া ইউনিয়ন বিএনপির অফিস কার্যলয়ে ওই সভা অনুষ্ঠিত হয়।

নবগঠিত কমিটির আহবায়ক এখলাছুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত পরিচিতি সভায় প্রধান অতিথি ছিলেন, মহেশখালী উপজেলা বিএনপির সভাপতি আবু বক্কর ছিদ্দিক, মহেশখালী উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক, আব্দুল করিম, কালারমারছড়া ইউনিয়ন বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক, নুরুল আবচার প্রমুখ।

সেই ওয়ান এলিভেনে যারা ছিল তারা এই দেশ টাকে ধ্বংসের পথে নিয়ে গিয়ে ২ বছর পর আমাদের নেত্রী বেগম খালেদা জিয়াকে প্রস্তাব দিয়েছিল আমরা যা করছি তা মাফ করে দিলে আমরা আপনাদেরকে আবারও ক্ষমতায় বসাব- জবাবে জনগণকে জিম্মি রেখে আমি ক্ষমতায় যাওয়ার প্রয়োজন মনে করি না বলেছিলেন বেগম খালেদা জিয়া এমন বক্তব্য দিয়ে কালারমার ছড়া ইউনিয়ন বিএনপির নব গঠিত আহ্বায়ক কমিটি পরিচিতি সভায় প্রধান অতিথির বক্তব্যে এই কথা বলেন মহেশখালী উপজেলা বিএনপির সভাপতি আলহাজ্ব আবু বক্কর ছিদ্দিক চেয়ারম্যান। 

এসময় তিনি নেতাকর্মীদের উজ্জীবিত করতে দলের পদ নিয়ে বসে থেকে কাজ না করলে সেই নেতার দরকার নেই বলেও জানান। এছাড়াও আগামী ২ মাসের মধ্যেই কালারমার ছড়া ইউনিয়ন বিএনপির প্রতিটি ওয়ার্ডে শক্তিশালী কমিটি গঠনের নির্দেশ দেন তিনি।

0/একটি মন্তব্য / মন্তব্য পোস্ট করুন