জাতীয় বিশ্ববিদ্যালয় র‌্যাংকিংয়ে চট্টগ্রাম বিভাগে সেরা কুমিল্লা ভিক্টোরিয়া কলেজ


জাতীয় বিশ্ববিদ্যালয়ভুক্ত কলেজ পারফরমেন্স র‌্যাংকিংয়ে চট্টগ্রাম বিভাগে প্রথম হয়েছে কুমিল্লা ভিক্টোরিয়া সরকারি কলেজ। ১০০ স্কোরের মধ্যে ৬২ দশমিক ৪৬ নম্বর পেয়েছে শতবর্ষী এ বিদ্যাপীঠ। ২০১৭ সালের চট্টগ্রাম বিভাগের পারফরমেন্স র‌্যাংকিংয়েও ভিক্টোরিয়া কলেজ প্রথম হয়েছিল।

মঙ্গলবার জাতীয় বিশ্ববিদ্যালয়ের গাজীপুর মূল ক্যাম্পাসে ভিসি কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে এ ঘোষণা দেন অধ্যাপক ড. মো: মশিউর রহমান।

চট্টগ্রাম বিভাগের অন্যান্য কলেজের তালিকায় রয়েছে ফেনী সরকারি কলেজ (৬০.০৩), চট্টগ্রাম সরকারি কলেজ (৫৯.৯৪), সরকারি সিটি কলেজ চট্টগ্রাম (৫৭.২৭), সরকারি কলেজ (৫৬.০০), নোয়াখালী সরকারি কলেজ (৫৪.৫৬), হাটহাজারী কলেজ, চট্টগ্রাম (৫৪.৪১), সরকারি হাজী মুহাম্মদ মহসীন কলেজ, চট্টগ্রাম (৫৩.৫২), চট্টগ্রাম সরকারি মহিলা কলেজ (৫৩.০১), চাঁদপুর সরকারি কলেজ (৫২.৩৪)।

৩১টি সূচকের (কি পারফরম্যান্স ইনডিকেটর-কেপিআই) ভিত্তিতে বার্ষিক এ ফল ঘোষণা করা হয়। কলেজের অবকাঠামো, শিক্ষার পরিবেশ, শিক্ষকদের মান, পরীক্ষার ফল, গ্রন্থাগারে সংগ্রহ, আইসিটি সাপোর্ট, সহপাঠ কার্যক্রম ইত্যাদি র‌্যাংকিংয়ের ক্ষেত্রে প্রধান বিবেচ্য বিষয় বলে জানিয়েছেন উপাচার্য।

ভিক্টোরিয়া কলেজ অধ্যক্ষ প্রফেসর ড. আবু জাফর খান বলেন, ভিক্টোরিয়া কলেজের এমন সাফল্যে আমরা আনন্দিত। ফলাফলের সাথে সংশ্লিষ্ট শিক্ষক-শিক্ষর্থী, অভিভাবকসহ সকলের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করছি। আগামী দিন গুলোতে ভিক্টোরিয়া কলেজের শিক্ষার মান উন্নয়নে ও সর্বোচ্চ স্কোর অর্জনের দিকে গুরুত্বারোপ করা হবে।

উল্লেখ্য- এবার দেশের সেরা সরকারি কলেজ হয়েছে রাজশাহী কলেজ, দ্বিতীয় হয়েছে সরকারি এডওয়ার্ড কলেজ,পাবনা, ৩য় হয়েছে সরকারি আজিজুল হক কলেজ, বগুড়া, ৪র্থ হয়েছে আনন্দ মোহন কলেজ, ময়মনসিংহ, ৫ম হয়েছেন কারমাইকেল কলেজ, রংপুর। সেরা বেসরকারি কলেজ-ঢাকা কমার্স কলেজ, সেরা মহিলা কলেজ- লালমাটিয়ার মহিলা কলেজ।

0/একটি মন্তব্য / মন্তব্য পোস্ট করুন